কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

শ্রাবণের পরিবর্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী আজাদ

বিএনপির কেন্দ্রীয় সদস্য মো. আবুল হোসেন আজাদ। ছবি : সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় সদস্য মো. আবুল হোসেন আজাদ। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির ‘চূড়ান্ত মনোনয়ন’ পেয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন আজাদ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে আবুল হোসেন আজাদের হাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের এই টিকিট তুলে দেওয়া হয়।

এর আগে এই আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ‘প্রাথমিকভাবে’ প্রার্থী করেছিল বিএনপি। তবে শ্রাবণকে পরিবর্তন করে আবুল হোসেন আজাদকে ধানের শীষের ‘চূড়ান্ত প্রার্থী’ করতে কেশবপুর উপজেলা ও পৌর এবং ১১টি ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেন। পরবর্তীতে নতুন করে পরিচালিত মাঠ জরিপের ফলাফল এবং ফ্যাসিবাদবিরোধী বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগ-তিতীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আজাদকেই এই আসনে ধানের শীষের ‘চূড়ান্ত প্রার্থী’ করলো বিএনপি। এর ফলে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কাজী রওনকুল ইসলাম শ্রাবণ শেষ পর্যন্ত মনোনয়ন থেকে বাদ পড়লেন।

এ দিকে আজাদ চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় কেশবপুর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারা জানান, টানা দুই দশকেরও বেশি সময় ধরে আবুল হোসেন আজাদ কেশবপুরের রাজনীতিতে ‘মাটির মানুষ’ হিসেবে পরিচিত। তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন, রাজনৈতিক মামলায় আক্রান্ত কর্মীদের আইনি, আর্থিক ও মানসিক সহায়তা দিয়েছেন। কেন্দ্রীয় দলের নির্দেশনা বাস্তবায়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

নেতাকর্মীরা আরও জানান, কেশবপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে আবুল হোসেন আজাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ত্যাগ, শ্রম ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি দলকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন। সৎ ও নিষ্ঠাবান এই নেতা আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও আবুল হোসেন আজাদের ভূমিকা প্রশংসিত। নিজস্ব অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও দলীয় কার্যালয় নির্মাণের পাশাপাশি নিজ জমিতে বিনামূল্যে দোকানঘর বরাদ্দ দিয়ে অসহায় পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি।

সব মিলিয়ে আবুল হোসেন আজাদের ত্যাগ ও শ্রমের মূল্যায়ন হওয়ায় নেতাকর্মীরা দারুণ খুশি। শেষ পর্যন্ত এই ত্যাগী নেতা ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় কেশবপুরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোক্তার আলী। তার সাথেই মূলত আবুল হোসেন আজাদের নির্বাচনী লড়াই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যায় ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের দোষ স্বীকার 

যেভাবে জানতে পারবেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের সর্বশেষ অবস্থান

বড়দিনের শুভেচ্ছা তারেক রহমানের

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় যে ৩ পাইলট

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে যা জানা গেল

শেষ মুহূর্তে সিলেট টাইটান্সের বড় চমক

শ্রাবণের পরিবর্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী আজাদ

সিলেটে এক ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান, কড়া নিরাপত্তা

ভোটারদের কাছে নিরাপত্তাই এখন বড় রাজনৈতিক প্রত্যাশা

স্লোগানে-স্লোগানে রাতেও মুখর ৩০০ ফিট এলাকা

১০

লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান

১১

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ

১২

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

১৩

দুটি সরকারি, দুটি বেসরকারি / কোয়ার্টারে বাংলাদেশের চার জুটি

১৪

তারেক রহমানের জন্য মসজিদ-মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের

১৫

নতুন দায়িত্ব পেলেন আলী রীয়াজ

১৬

জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

১৭

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি

১৮

হাতে বিষ, শরীরে কাফনের কাপড় জড়িয়ে সাংবাদিকের কর্মসূচি

১৯

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচন / দ্বিতীয় দফার ভোট ২ জানুয়ারি ঢাকায়, ব্যালট বাক্স রাখা হয়েছে থানায়

২০
X