

বিতর্কমুক্ত একটি আসরের প্রত্যাশা নিয়ে শুরু হতে যাওয়া বিপিএলের দ্বাদশ মৌসুমের আগেই নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা থেকে সরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠান ট্রায়াঙ্গুল সার্ভিসেস। ফলে দলটির সামগ্রিক দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামীকাল সিলেটে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে বিপিএলের নতুন আসর শুরু হচ্ছে। একই দিনে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামার কথা চট্টগ্রামের। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে বিসিবিতে পাঠানো এক চিঠিতে ট্রায়াঙ্গুল সার্ভিসেসের স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় অক্ষমতার কথা জানান।
জানা গেছে, খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করতে না পারায় মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। বেতনসংক্রান্ত জটিলতায় চট্টগ্রামের বিদেশি ক্রিকেটারদের একটি অংশ বাংলাদেশে আসতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। এতে করে দলটির নিবন্ধিত খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয় বড় ধরনের অনিশ্চয়তা। উল্লেখযোগ্যভাবে, চট্টগ্রাম দলে নাইম শেখকে নেওয়া হয়েছিল ১ কোটি ১০ লাখ টাকার বিনিময়ে।
এই পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটি ভেঙে পড়া থেকে রক্ষায় সরাসরি হস্তক্ষেপ করেছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানান, মালিকপক্ষ দায়িত্ব ছেড়ে দেওয়ায় চট্টগ্রাম রয়্যালস আপাতত বিসিবির তত্ত্বাবধানে চলবে।
দল ব্যবস্থাপনায়ও পরিবর্তন এসেছে। চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। কোচের দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের স্বার্থ ও টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
মন্তব্য করুন