

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইটটি (বিজি-২০২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে যখন গোটা দেশ ও রাজনীতির মাঠ উত্তাল, তখন সোশ্যাল মিডিয়ায় নিজের আবেগ ধরে রাখতে পারলেন না জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এই নির্মাতার দেওয়া ফেসবুক স্ট্যাটাস রীতিমতো আবেগ ছড়িয়েছে বিএনপিপন্থি সাধারণ মানুষ ও নেটিজেনদের মাঝে।
‘বাংলাদেশকে স্বাগত’ এদিন সকাল ৯টা ৪৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে তারেক রহমানকে উদ্দেশ্য করে বান্নাহ লেখেন, ‘বাংলাদেশকে হৃদয় থেকে স্বাগত।’ তার এই সংক্ষিপ্ত অথচ গভীর উক্তিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, নির্মাতা এখানে তারেক রহমানকেই ‘বাংলাদেশ’ হিসেবে অভিহিত করেছেন।
এর আগে অন্য একটি স্ট্যাটাসে ইতিহাসের ইঙ্গিত দিয়ে তিনি লেখেন, ‘আজ যা ঘটছে, তা ইতিহাসে চিরদিনের জন্য লেখা থাকবে।’
সোশ্যাল মিডিয়ায় ঝড় বান্নাহর এসব মন্তব্য স্পষ্ট করে দেয় যে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি অসংখ্য মানুষের আবেগ, প্রত্যাশা ও দীর্ঘ অপেক্ষার প্রতিফলন। তরুণ প্রজন্মের এই নির্মাতার স্ট্যাটাসগুলো শেয়ার করে অনেকেই তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন।
দীর্ঘদিন প্রবাসে থাকার পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। রাজপথ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সব মাধ্যমেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নেতা এবং তাকে ঘিরে তারকাদের আবেগঘন প্রতিক্রিয়া।
মন্তব্য করুন