

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এর ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাড়াও কুমিল্লা, খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে মোট ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষায় ৮৬০টি আসনের বিপরীতে ৭২ হাজর ৪৭৪ জন আবেদন করেছে। আর ‘সি’ ইউনিটে (বাণিজ্য অনুষদ) ৫২০ টি আসনের বিপরীতে ২০ হাজর ৫৩৭ জন আবেদন করেছে৷ বিজ্ঞান অনুষদে ৮৬০ আসনের বিপরীতে ৭২ হাজার ৪৭৪ জন আবেদন করেছে। সে অনুপাতে আসনপ্রতি লড়বে ৮৫ জন শিক্ষার্থী।
ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা হবে। ঢাকার ভেতরের কেন্দ্র সমূহ হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল এন্ড কলেজ, বিাইএএম মডেল হাই স্কুল এন্ড কলেজ। এ ছাড়া রাজশাহী, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে অনুষ্ঠিত হবে।
মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকী ২৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। 'এ' ইউনিটে পদার্থ বিজ্ঞান, রসায়ন গণিত অথবা জীব বিজ্ঞান বিষয়ে প্রশ্ন করা হবে।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে৷ এবার পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এবার ঢাকার বাহিরে খুলনা, রাজশাহী ও কুমিল্লা পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে।
এর আগে ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিট (বানিজ্য), সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন