কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে দলের পক্ষ থেকে দেওয়া গণসংবর্ধনায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে।

তিনি বলেন, ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ দল-মত-নির্বিশেষে ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন। আমরা দেখেছি আমাদের তরুণরা ২০২৪-এর আগস্টে এ দেশের স্বাধীনতাকে রক্ষা করতে কীভাবে আন্দোলন করেছে। ১৯৭১-এ যারা শহীদ হয়েছেন, ২০২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ি ও সমতলের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান- সবাই বসবাস করে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী, পুরুষ কিংবা শিশু- যেই হোক না কেন, ঘর থেকে বেরিয়ে নিরাপদে ফিরে আসতে পারে।

তরুণ প্রজন্মই ভবিষ্যতে দেশ গড়ে তুলবে উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ নির্মাণের ওপর গুরুত্বারোপ করতে হবে। বক্তব্যে তিনি পরপর তিনবার বলেন, আমরা দেশের শান্তি চাই।

এদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।

এর আগে বেলা ১১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করে। সেখানে দলের শীর্ষ নেতারা তাকে বরণ করে নেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্শ করে একমুঠো মাটি হাতে নেন। এরপর লাল-সবুজ রঙের একটি বিশেষ বাসে চড়ে গণসংবর্ধনার মঞ্চ ৩০০ ফিটের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পথে পথে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। অপেক্ষমান নেতাকর্মী ও সাধারণ মানুষও তাকে স্বাগত জানান।

তারেক রহমানের আগমন উপলক্ষে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি সাজানো হয়েছে। জুবাইদা রহমান ও জাইমা রহমান ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। বর্তমানে তারেক রহমান ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের পথে রয়েছেন। মঞ্চে ভাষণ শেষ হওয়ার পর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিন রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএসসিতে সঞ্জীব স্মরণে বিশেষ উৎসব

বক্সিং ডে টেস্টে চার পেসারেই ভরসা অস্ট্রেলিয়ার

‘যুক্তরাষ্ট্র ভয় দেখাচ্ছে’, তীব্র নিন্দা জানালেন ইউরোপীয় নেতারা

চব্বিশের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি : ফখরুল

৫০০ টাকা বাজিতে ডুব, হঠকারী সিদ্ধান্তে প্রাণ গেল যুবকের

একদিকে ভয়ংকর অ্যানাকোন্ডা, অন্যদিকে মজার স্পঞ্জবব

মঞ্চের বিশেষ চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসেন তারেক রহমান

গণসংবর্ধনায় যাওয়ার পথে বিএনপির গাড়িবহরে হামলা

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সোহেল তাজের পোস্ট

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের যে আহ্বান জানাল সৌদি

১০

বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

১১

লেবাননে চলন্ত মিনিবাসে আছড়ে পড়ল বিস্ফোরকবাহী ড্রোন, নিহত ২

১২

বড়দিনে অদ্রিজার ইচ্ছে

১৩

৫০ বছরের বেশি সময় পর সরাসরি ভোট হচ্ছে যে দেশে

১৪

কুকুরছানা পিটিয়ে হত্যার ঘটনায় সেই নারীর বিরুদ্ধে মামলা

১৫

মাকে দেখার আগে গণসমাবেশে যাওয়ার কারণ জানালেন তারেক রহমান

১৬

ইনস্টাগ্রামে বড় পরিবর্তন, যা জানা জরুরি

১৭

মালিকানা সংকটে থাকা চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নিল বিসিবি

১৮

দল ছাড়লেন এনসিপির আরও এক শীর্ষ নেতা

১৯

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

২০
X