গুঞ্জনকে সত্যি করে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বিয়ে করছেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের সমাজকর্মী পিয়া চক্রবর্তী। পরমব্রতর হবু স্ত্রী পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী। খবর আনন্দবাজার।
জানা যায়, পরিবারের সদস্যদের নিয়েই আপাতত বিয়ের পর্ব সারবেন তারা। অনুপম ও পিয়া চক্রবর্তী বিচ্ছেদের পর থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে সামনে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। পিয়া ও পরমব্রতর ঘনিষ্ঠতার কারণেই অনুপম বিচ্ছেদের পথ বেছে নেন বলে গুঞ্জন রয়েছে।
অন্যদিকে করোনার সময় ভেঙে যায় পরমব্রত ও তার বান্ধবী ইকার সম্পর্ক। এরপর থেকেই পিয়ার সঙ্গে নাম জড়াতে থাকে এই অভিনেতার।
নিজের সম্পর্ক নিয়ে কখনোই লুকোলুকি করেননি পরমব্রত। তবে পিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। এ বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন। ২০২১ সালে বিয়ে-বিচ্ছেদ হয় অনুপম-পিয়ার। তখন পরমব্রতর দিকেই আঙুল তোলেন নেটিজেনরা। যদিও অভিনেতা বারবার বলেছেন, তারা শুধুই ভালো বন্ধু।
মন্তব্য করুন