ভারতীয় টিভি সিরিয়াল ‘মা’- বেশ জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে। এতে শিশুশিল্পী ছিলেন তিথি বসু। ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজড় কেড়েছিলেন তিনি। তবে সেই ঝিলিক এখন বড় হয়ে গেছেন। সম্প্রতি ২৩তম জন্মদিন উদযাপন করলেন।
বড় হয়েই নেটিজেনদের নজর কেড়েছেন তিথি। তবে অভিনয় দিয়ে নয়, খোলামেলা ছবি পোস্ট করে। সেটি পোস্ট করে সমালোচিতও হয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
সম্প্রতি জন্মদিনের ছবি সামাজিকমাধ্যমে আপলোড করতেই তোপের মুখে পড়েছেন অভিনেত্রী তিথি। একটি ছবিতে তার পাশেই রাখা ছিল সিগারেটের প্যাকেট ও লাইটার, যা দেখেই তাকে তুলাধোনা করেছেন নেটিজেনরা।
পোস্টে একজন লিখেছেন, ‘সিগারেট খাচ্ছেন! ছিঃ! ছবি তোলার সময় অন্তত প্যাকেটটা সরিয়ে রাখা উচিত ছিল।’
সিগারেট ছাড়াও পরিধেয় নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন তিথি। যদিও এসব বিষয়ে এখনও নীরব আছেন তিথি।
বর্তমনে পর্দায় খুব একটা দেখা যায় না সেই ঝিলিককে। ইনস্টাগ্রাম, রিলস, ভিডিও নিয়েই ব্যস্ত থাকেন। ভক্তদের সংস্পর্শে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় আছেন তার অনুরাগীরা।
মন্তব্য করুন