কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৪:২৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

লিভার ক্যানসারের লক্ষণগুলো এতটাই সাধারণ যে অবাক হবেন

লিভার। প্রতীকী ছবি
লিভার। প্রতীকী ছবি

লিভার আমাদের শরীরের অন্যতম ব্যস্ত অঙ্গ। এটি আমাদের ‍শরীরের রক্ত পরিষ্কার রাখে, হজমে সাহায্য করে এবং শরীর থেকে সকল টক্সিন বের করে দেয়।

কিন্তু যখন এই গুরুত্বপূর্ণ অঙ্গটিতে ক্যানসার দেখা দেয়, তখন সেটা অনেক সময়ই তা টের পাওয়া যায় না। লিভার ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো এতটাই সাধারণ যে আমরা বেশিরভাগ মানুষই সেগুলো গুরুত্ব দেই না। আর যখন লক্ষণগুলো প্রকট হয়, তখন যা ক্ষতি হওয়ার তা হয়ে যায়।

তাই নিজের শরীরের ছোট ছোট পরিবর্তনের দিকেও নজর রাখা জরুরি। যে কোনো ‍সমস্যাই শুরুতেই শনাক্ত করা গেলে চিকিৎসার সুফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, লিভার ক্যানসারের ক্ষেত্রেও তাই।

চলুন আজ আমরা জেনে নেই লিভার ক্যান্সারের ৮টি প্রাথমিক লক্ষণ, যেগুলো সাধারণ মনে হলেও বিপজ্জনক হয়ে উঠতে পারে আপনার জন্য।

১. ক্ষুধা কমে যাওয়া : আপনি আগের মতো খেতে ইচ্ছে করছেন না, বা খুব অল্প খেলেই পেট ভরে যাচ্ছে এটি লিভার ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

২. অকারণে ওজন কমে যাওয়া : যদি আপনি ডায়েট বা ব্যায়াম না করেও হঠাৎ ওজন কমানো ‍শুরু করে থাকেন, তবে লিভার ক্যান্সারের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে এটি।

৩. পেটের ডানদিকে ব্যথা করা : প্রায়ই পেটের ডান দিকে পাঁজরের নিচে স্থায়ী ব্যথা বা অস্বস্তি অনুভব করছেন? এটি লিভারের সমস্যা হতে পারে।

৪. বমি বমি ভাব বা বমি হওয়া : প্রায়ই বমি বমি ভাব হওয়া বা মাঝে মাঝেই বমি হওয়া লিভার ক্যান্সারের প্রাথমিক দিককার লক্ষণ হতে পারে।

৫. পেট বা পা ফুলে যাওয়া : লিভারে সমস্যা হলে পেটে তরল জমে পেট ফোলা বা ভারী মনে হতে পারে। এছাড়াও লিভার ক্যান্সার হলে পায়ে পানি জমে পা ফুলে যেতে পারে।

৬. জন্ডিস : চোখ এবং ত্বকে হলুদ ভাব দেখা দিলে সেটি জন্ডিসের লক্ষণ, যা লিভারের অসুস্থতার প্রধান চিহ্ন।

৭. চুলকানি : কোনো র‍্যাশ ছাড়াই শরীরে তীব্র চুলকানি হলে তা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে।

৮. পায়খানা রঙ হালকা ও প্রস্রাব গাঢ় রঙের হওয়া : পায়খানার রঙ ফ্যাকাসে ও প্রস্রাবের রঙ গাঢ় হলে সেটিও লিভার ক্যান্সার হবার একটি সতর্কবার্তা।

কেন এই লক্ষণগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি

সাধারণত প্রাথমিক পর্যায়ে লিভার ক্যান্সারের তেমন কোন লক্ষণ দেখা যায় না। তবে যদি উপরে উল্লেখিত শরীরের এই পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করেন এবং সময়মতো ব্যবস্থা নেন, তাহলে চিকিৎসায় সুফল পাওয়া সম্ভব।

কী করবেন

এই উপসর্গগুলো যদি ২ সপ্তাহ বা তার বেশি সময় থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। যদি আপনার হেপাটাইটিস বি/সি, অতিরিক্ত মদ্যপানের অভ্যাস, ফ্যাটি লিভার, স্থূলতা বা ডায়াবেটিস থাকে, তাহলে লিভার ক্যান্সারের জন্য নিয়মিত স্ক্রিনিং করান।

এছাড়াও চিকিৎসকের কাছে লিভার ফাংশন টেস্ট, আলফা-ফিটোপ্রোটিন (AFP) টেস্ট এবং আল্ট্রাসাউন্ড/সিটিস্ক্যান/এমআরআই করানোর অনুরোধ করতে পারেন।

কী করবেন না

১. সাধারণত উপরের উপসর্গগুলো উপেক্ষা করবেন না। ২. কোনো ধরনের লিভার সমস্যাকে অবহেলা করবেন না। ৩. অতিরিক্ত মদ্যপান করা থেকে বিরত থাকুন। ৪. ধূমপান এড়িয়ে চলুন। ৫. হেপাটাইটিসের চিকিৎসা বন্ধ করবেন না।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতসকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে অভিভাবকদের মানববন্ধন

খাগড়াছড়িতে নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ, ভোগান্তি চরমে

প্রচণ্ড মাথাব্যথা দূর করতে যা করবেন

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক

সময় না থাকলেও পুরুষদের জন্য কেন ব্যায়াম করা জরুরি

নিউটনের সূত্র ভুল দাবি করলেন পঞ্চগড়ের আফসার

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

আজ আন্তর্জাতিক যুব দিবস

১২

১২ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১৩

জেলেনস্কিকে মোদির ফোন, যুদ্ধ নিয়ে আলোচনা

১৪

কারও শরীরে পা লাগলে হাত ‍দিয়ে ছুঁয়ে সালাম করা কি জায়েজ?

১৫

সাংবাদিক তুহিনের ময়নাতদন্ত : গলা, বুক ও পিঠে ৯টি গভীর আঘাতের চিহ্ন

১৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

১৭

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বড় সিদ্ধান্ত, সৌদির প্রতিক্রিয়া

১৮

আলাস্কায় হতে পারে ইউক্রেন ভাগাভাগি, দানা বাঁধছে সন্দেহ

১৯

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

২০
X