কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ডিম কীভাবে খেলে বেশি উপকার মিলবে, যা বলছেন বিশেষজ্ঞরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিম খান না দেশে এমন মানুষের সংখ্যা খুবই কম। কারণ, ডিম পুষ্টিকর খাবার হিসেবে বেশ পরিচিত। প্রোটিন, ভিটামিন, মিনারেল—সবই মেলে এতে। ঠিক এ কারণেই ডিমকে বলা হয় সুপারফুড।

পুষ্টিবিদরা বলছেন, একটি মাঝারি আকারের ডিমে থাকে প্রায় ৭২ ক্যালরি, ৬ গ্রাম প্রোটিন ও ৫ গ্রাম স্বাস্থ্যকর চর্বি। এছাড়া ডিম ভিটামিন ডি, বি-১২, রিবোফ্লাবিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এ কারণে এটি শরীরে শক্তি উৎপাদন, চোখের সুরক্ষা, হাড়ের দৃঢ়তা এবং মস্তিষ্কের বিকাশে কার্যকর ভূমিকা রাখে।

আমাদের দেশে সাধারণত সকালের নাশতায় ডিমের প্রচলন বেশি দেখা যায়। তাই অনেকে জানতে চান, সকালে কীভাবে ডিম খেলে বেশি উপকার মিলবে। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। চলুন জেনে নিই বিস্তারিত—

সেদ্ধ ডিমের উপকারিতা

প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্টিবিদদের মতে সেদ্ধ ডিম তুলনামূলকভাবে স্বাস্থ্যসম্মত। সেদ্ধ করার সময় অতিরিক্ত তেল, মাখন বা অন্যকোনো উপাদান ব্যবহৃত হয় না, ফলে প্রাকৃতিক পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে। একটি সেদ্ধ ডিম শরীরে শক্তি সঞ্চার করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।

যেসব উপকার মিলবে সেদ্ধ ডিমে

সংবাদমাধ্যমটি বলছে, সেদ্ধ ডিমে থাকে কোলিন, যা মস্তিষ্কের স্বাস্থ্য ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বাড়ায়। নিয়মিত সেদ্ধ ডিম খেলে শরীরে খারাপ কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায়। এটি ওজন কমানোর খাদ্যতালিকায়ও রাখা যায়, কারণ এতে বাড়তি চর্বি নেই। এ ছাড়া ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য সেদ্ধ ডিমকে তুলনামূলকভাবে নিরাপদ মনে করা হয়।

ভাজা ডিমের উপকারিতা ও সীমাবদ্ধতা

ডিম ভাজার সময় এতে স্বাদ ও বৈচিত্র্য আনতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো বা মাখন যোগ করা হয়। এসব উপাদান দেহে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট সরবরাহ করে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য এটি আকর্ষণীয় ও উপকারী।

ভাজা ডিম খেলে স্বাদে বৈচিত্র্য আসে, ফলে অনেকের কাছে এটি বেশি গ্রহণযোগ্য। তবে ভাজা ডিমের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তেল। সাধারণত সয়াবিন তেলে ডিম ভাজা হয়, যেখানে প্রচুর ট্রান্সফ্যাট থাকে। এই ট্রান্সফ্যাট হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত ভাজা ডিম খাওয়া স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ

১. যদি ডিম ভাজা খেতেই হয়, তবে সয়াবিন তেলের বদলে অলিভ অয়েল বা ঘি ব্যবহার করা উত্তম। ২. ভাজা ডিমে পালং শাক, টমেটো বা পনির যোগ করলে এর পুষ্টিমান আরও বেড়ে যায়। ৩. যাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে বা হৃদরোগের ঝুঁকি বেশি, তাদের জন্য সেদ্ধ ডিমই সেরা বিকল্প। ৪. শিশুদের জন্য ভাজা ডিমে বাড়তি শাকসবজি মিশিয়ে দেওয়া যেতে পারে, এতে তাদের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

সকালের নাশতায় কোন ডিম রাখবেন?

পুষ্টিবিদরা মনে করেন, সেদ্ধ ও ভাজা দুটো ধরনের ডিমেই প্রোটিন ও ভিটামিনের পরিমাণ প্রায় কাছাকাছি। তবে বাড়তি তেলের কারণে ভাজা ডিম দীর্ঘমেয়াদে কিছুটা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রতিদিনের নাশতায় সেদ্ধ ডিম রাখা সবচেয়ে ভালো। আর সপ্তাহে এক-দুদিন ভিন্ন স্বাদের জন্য ভাজা ডিম খাওয়া যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খতমে নবুওয়াত রক্ষায় ঢাকায় আন্তর্জাতিক মহাসমাবেশ ১৫ নভেম্বর 

সরকারি ক্রয় নীতিতে আসছে আমূল পরিবর্তন

বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট জেটিঘাটে ড্রেজিং বন্ধ চেয়ে রিট

ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ কমলো

নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা

পদ্মার এক কাতল বিক্রি ৪৪ হাজার টাকায়

শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলল জামায়াতে ইসলামী পাকিস্তান

আসছে আইফোন ১৭, দাম কত?

কাতারে ইসরায়েলি আগ্রাসনে বাংলাদেশের নিন্দা 

আরব আমিরাতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

১০

হতাশ হয়ে এনসিপির কেন্দ্রীয় ২ নেতার পদত্যাগ

১১

অ্যাপলের নতুন আইফোন এয়ারের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর

১২

প্রধানমন্ত্রী হিসেবে এবার একজন নারীকে চাইছে নেপালের জেন-জি

১৩

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

ডাকসু নির্বাচনে স্বৈরাচার-রাজাকার একাকার হয়ে গেছে : প্রিন্স

১৫

রেল ভূমির ভাড়া বৃদ্ধি তিনগুণ, আন্দোলনে নামছেন ব্যবসায়ীরা

১৬

অবশেষে ত্রিভুবন বিমানবন্দর চালু, ফেরার অপেক্ষায় জামালরা

১৭

আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ক্লাসে ফিরেছে রূপলালের ছেলে

১৮

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস

১৯

নেপালের পর এবার ভারতেও আন্দোলন শুরু

২০
X