কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৫:৩৯ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

২ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ০২ অক্টোবর ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি : ১১৮৬ - ক্রুসেডের যুদ্ধে মুসলিম সেনাপতি সালাউদ্দীন আইয়ুবি বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে সক্ষম হন।

১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।

১৭৮০ - মার্কিন স্বাধীনতা আন্দোলন জন এ্যান্ড্রেকে ফাঁসি দেওয়া হয়।

১৭৯০ - যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।

১৮৬৮ - কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।

১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

১৯৩৪ - জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।

১৯৩৫ - বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইথিওপিয়া (আবিসিনিয়া) আক্রমণ ঘটে।

১৯৪১ - জার্মানির নাৎসি বাহিনীর নেতা হিটলার রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় হামলার নির্দেশ জারি করে।

১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৫৮ - ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৭২ - মুম্বাইতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।

১৯৭৭ - ঢাকা সেনানিবাস ও বিমানবন্দরে সেনাবিদ্রোহ ঘটে, এতে বিমানবাহিনীর ১১ অফিসার নিহত হন।

১৯৭৯ - ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।

১৯৮৩ - বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে।

১৯৯০ - ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।

১৯৯৫ - বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।

১৯৯৬ - মাদার তেরেসা যুক্তরাষ্ট্রে সম্মানিক নাগরিকত্ব লাভ করেন। এ ছাড়া ইতিহাসের এই দিনে প্রশান্ত মহাসাগরে পেরুর যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের ক্রুসহ ৭০ জন নিহত হন।

২০০২ - তেহরানে ইরান ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা চুক্তি স্বাক্ষর হয়।

জন্ম :

১৫৩৮ - চার্লস বরমেও, ইতালীয় গণিতবিদ ও সন্ত।

১৮১৪ - সমাজ সংস্কারক দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।

১৮৪৭ - পল ভন হিন্ডেনবার্গ, পোলিশ বংশোদ্ভূত জার্মান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।

১৮৫২ - উইলিয়াম র‌্যামজে, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ ইংরেজ রসায়নবিদ।

১৮৬৬ - স্বামী অভেদানন্দ ভারতীয় হিন্দু সন্ন্যাসী ও রামকৃষ্ণ বেদান্ত মঠের প্রতিষ্ঠাতা।

১৮৬৯ - মোহনদাস করমচাঁদ গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা।

১৮৭১ - করডেল হুল, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও রাজ্য ৪৭তম মার্কিন যুক্তরাষ্ট্র সচিব, নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৮৯ - শিশিরকুমার ভাদুড়ী, খ্যাতনামা বাঙালি অভিনেতা ও নাট্যাচার্য।

১৮৯৬ - লিয়াকত আলি খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রখ্যাত মুসলিম লীগ নেতা।

১৯০০ - লীলা নাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী।

১৯০৪ - লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের সাবেক (তৃতীয়) প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের দলনেতা। গ্রাহাম গ্রিন, ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।

১৯০৭ - আলেক্সান্ডার রবার্টাস টড, নোবেল পুরস্কার বিজয়ী ব্যারন টড ও স্কটিশ প্রাণরসায়নী।

১৯১৭ - খ্রিস্টান ডি ডুভে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত বেলজিয়ান সাইটোলগিস্ট ও প্রাণরসায়নবিদ।

১৯২৪ - তপন সিংহ, প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৩৩ - স্যার জন বার্ট্রান্ড গার্ডন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী।

১৯৫০ - ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। পার্সিস খামবাট্টা, ভারতীয় মডেল ও অভিনেত্রী।

১৯৬২ -‘টারজান’ খ্যাত হলিউড তারকা জো লারা।

১৯৬৪ - ফারুক মাহফুজ আনাম, বাংলাদেশি রক সংগীতশিল্পী, যিনি জেমস নামে পরিচিত।

১৯৭৮ - আয়ুমি হামাসাকি, জাপানি কণ্ঠশিল্পী, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।

১৯৮৪ - মারিওন বারতোলি, ফরাসি টেনিস খেলোয়াড়।

মৃত্যু :

১৮৫০ - সারাহ বিফফেন, ইংরেজ চিত্রশিল্পী।

১৮৫৩ - ফ্রঁসোয়া জিয়ান ডোমিনিক আরাগো, ফরাসি গণিতবিদ, পদার্থবিদ, জ্যোতির্বিদ, রাজনীতিবিদ ও ফ্রান্সের ২৫তম প্রধানমন্ত্রী।

১৯০৬ - রাজা রবি বর্মা, ভারতীয় চিত্রশিল্পী।

১৯১৭ - অক্ষয়চন্দ্র সরকার, বাঙালি কবি ও সাহিত্য সমালোচক।

১৯২৭ - সভান্টে অগস্ট আরেনিউস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও রসায়নবিদ।

১৯৪৭ - পি. ডি. অউস্পেনস্কাই, রুশ বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।

১৯৭১ - খালেক নওয়াজ খান, ভাষাসৈনিক ও বাঙালি রাজনীতিবিদ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

১৯৭৪ - নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।

১৯৭৫ - কুমার স্বামী কামরাজ নাদার, ভারতরত্ন পদকপ্রাপ্ত রাজনীতিবিদ, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী।

১৯৮১ - হ্যারি গোল্ডেন, মার্কিন সাংবাদিক ও লেখক।

১৯৮৫ - রক হাডসন, মার্কিন অভিনেতা।

১৯৮৭ - পিটার মিডাওয়ার, নোবেল পুরস্কার বিজয়ী ব্রাজিলীয় বংশোদ্ভূত ইংরেজ জীববিজ্ঞানী।

১৯৯৬ - আন্দ্রেই লুখানভ, সমাজতান্ত্রিক যুগ-পরবর্তী বুলগেরিয়ার প্রথম প্রধানমন্ত্রী।

২০০৭ - ক্রিস্টোফার ডেররিক, ইংরেজ লেখক ও সমালোচক।

২০১৩ - কারে অরনুং, নরওয়েজীয় পিয়ানোবাদক ও শিক্ষক।

২০২১ - পাকিস্তানের কমেডি রাজা হিসেবে পরিচিত উমর শরিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের দুই বর্জ্যকেন্দ্র হবে আধুনিক ল্যান্ডফিল : চসিক মেয়র

পরমাণু শক্তি কমিশনে ১৮২ পদে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত

ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

১০

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

১১

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

১২

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১৩

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

১৪

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

১৫

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

১৬

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

১৭

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

১৮

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার

১৯

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

২০
X