কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩। চলুন একনজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৮১৫ - কলকাতা শহর থেকে ষাঁড় বহিষ্কারের জন্য আইন প্রণয়ন হয়। ১৮৩৬ - ব্রিটেনে জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধন শুরু হয়। ১৯১৮ - বলশেভিক আন্দোলনের নেতা মইসি উরুৎস্কি নিহত হন। ১৯৪৫ - ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৬০ - আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবন স্বাধীনতা লাভ করে। ১৯৮২ - জার্মানিতে প্রথম কমপ্যাক্ট ডিস্ক উন্মোচিত হয়। ১৯৮৭ - ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহকারী রুডলফ হেস আত্মহত্যা করে। ১৯৮৮ - পাকিস্তানের সামরিক শাসক জেনালের জিয়াউল হক এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আরনল্ড রাফের বিমান দুর্ঘটনায় নিহত হন। ১৯৯৯ - তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্পে ১৭ হাজার মানুষ নিহত হয়। ২০০৫ - বাংলাদেশের ৬৩টি জেলার ৩০০টি স্থানে প্রায় ৫০০ হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ২০০৬ - পাবনায় বন্দুক যুদ্ধে ১০ জন নিহত।
জন্ম
১৬০১ - সপ্তদশ শতকের ফরাসি গণিতবিদ পিয়ের দ্য ফের্মা। ১৭৬১ - বহু ভাষাবিদ, শিক্ষাব্রতী ও খ্রিস্ট ধর্মের প্রচারক উইলিয়াম কেরি। ১৯৩২ - বাংলাদেশের খ্যাতনামা চিত্রশিল্পী মুর্তজা বশীর। ১৯৪০ - বাংলাদেশের প্রখ্যাত নায়িকা ও অভিনেত্রী শবনম। ১৯৪৩ - মার্কিন চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক রবার্ট ডি নিরো। ১৯৭২ - বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ার হাবিবুল বাশার।
মৃত্যু
১৮৫০ - আর্জেন্টিনার বিপ্লবী হোসে দে সান মার্টিন। ১৮৫০ - বিশ্ববিশ্রুত কথাশিল্পী অনরে দ্য বালজাক। ১৯৬৯ - নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী অটো স্টের্ন। ১৯৭৩ - মার্কিন ঔপন্যাসিক ও কবি কনর্যাড এইকিন। ১৯৮৪ - সংগীতশিল্পী চিন্ময় লাহিড়ী। ২০০৬ - কবি শামসুর রাহমান।
মন্তব্য করুন