দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।
রোববার (১১ ফেব্রুয়ারি) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নিই আজকের রাশিফল—
মেষ
আজ খেলাধুলো, হই-হুল্লোড়ে দিন কাটাবেন। অন্যের সাহায্যে ব্যবসা ও চাকরিতে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের স্বাস্থ্য সমস্যা দুশ্চিন্তায় ফেলবে। চারদিকে ভালোবাসা ছড়াবেন। শিল্প ও থিয়েটরের সঙ্গে জড়িত জাতকরা যাত্রার দ্বারা সাফল্য লাভ করবেন। স্বামী-স্ত্রী ভালো সময় কাটাবেন।
বৃষ
দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। তবে জলের মতো টাকা খরচ হওয়ার ফলে আপনার প্রকল্প সম্পাদনের পথে বাধা সৃষ্টি হতে পারে। বাচ্চারা খেলাধুলো ও অন্যান্য বহিরাগত গতিবিধিতে অধিক সময় কাটাবেন। গুরুত্বপূর্ণ কাজে সময় না দিয়ে অপ্রয়োজনীয় বিষয়ে মনোনিবেশের ফলে লোকসান হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতার সাহায্যে সহজেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারেন।
মিথুন
আজ চঞ্চল, দুষ্টুবুদ্ধি সম্পন্ন মেজাজে থাকবেন। যে আত্মীয়রা কঠিন পরিস্থিতিতে আপনার সাহায্য করেছ, তাদের প্রতি অনুগত থাকুন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসার মুহূর্ত কাটানোর জন্য উপযুক্ত সময় পাবেন।
কর্কট
আজ শরীরে ব্যথা অনুভব করতে পারেন। অধিক শারীরিক পরিশ্রম করতে হবে এমন যে কোনো কাজই এড়িয়ে যান। পর্যাপ্ত বিশ্রাম করুন। অসহায় ব্যক্তিকে অর্থ সাহায্যকে স্বস্তি অনুভব করতে পারেন। প্রেমী মন খুলে নিজের অনুভূতি আপনার সামনে প্রকাশ করতে পারবেন না, যা আপনাকে চিন্তিত করে তুলবে। সমস্ত কাজ ছেড়ে ছোটবেলার কিছু কাজ করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনো কথা ভাগ করে নিতে ভুলে গেছেন, যে কারণে তারা আপনার ওপর রেগে থাকবেন।
সিংহ
নিজের স্বাস্থ্যের যত্ন নিন। রক্তচাপের সমস্যা থাকলে বিশেষ যত্ন নিন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। নতুন বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। ক্ষমতা বৃদ্ধির সামর্থ্য ও বুদ্ধি থাকবে। জীবনসঙ্গী আপনাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করবে।
কন্যা
মানসিক চাপ সত্ত্বেও কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে। বেটিংয়ে টাকা লাগিয়ে থাকলে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যাবেলা বাড়িতে অতিথি আগমন হবে। প্রিয় মানুষ আপনাকে আনন্দিত রাখার জন্য বিশেষ কিছু করবেন। ভালোবাসার গভীরত্ব অনুভব করবেন।
তুলা
স্বাস্থ্য ভালো থাকবে। ভাই-বোন আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। টাকা ধার দেবেন, তবে এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি নষ্ট হবে। বন্ধুর কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাহায্য পাবেন। নিজের মন্তব্যকে সঠিক প্রমাণিত করার জন্য সঙ্গীর সঙ্গে ঝগড়া করতে পারেন। কাজের চাপ সত্ত্বেও প্রাণশক্তিতে ভরপুর থাকবেন। আপনাকে যে কাজ দেয়া হবে তা নির্ধারিত সময়ের মধ্যে পুরো করতে পারবেন। সন্তান বা বয়স্ক ব্যক্তির অসুস্থতা অপ্রত্যক্ষ ভাবে আপনার দাম্পত্য জীবন প্রভাবিত করতে পারে।
বৃশ্চিক
অবসাদ কাটিয়ে ওঠার জন্য বাচ্চাদের সঙ্গে সময় কাটান। অর্থ উপার্জন করতে পারেন। সন্তানকে খুশি করে দেয়ার মতো খবর শোনাতে পারেন। প্রেমী থেকে দূরে থাকেন যারা, তারা নিজের প্রেমিক-প্রেমিকাকে মনে করবেন।
ধনু
ব্যক্তিত্বের সুগন্ধ চার দিকে ছড়িয়ে পড়বে। এর দ্বারা সকলকে আকৃষ্ট করবেন ধনু জাতকরা। দিনের দ্বিতীয়াংশে আর্থিক লাভ হবে। দীর্ঘদিন পর বন্ধুর সঙ্গে দেখা হওয়ার কথা ভেবেই আনন্দিত হয়ে উঠবেন। যাদের প্রদর্শন আপনার তুলনায় দুর্বল তারা আপনার ক্ষমতা দেখে আশ্চর্যচকিত হয়ে পড়বে। শান্তির খোঁজে আত্মীয়দের থেকে দূরে গিয়ে সময় কাটাবেন। জীবনসঙ্গীর ভালোবাসা পেয়ে কঠিন সমস্যার সহজ সমাধান করতে পারবেন।
মকর
নিজের খাওয়া-দাওয়ার যত্ন নিন। একাধিক সুযোগ পাবেন, যার মধ্যে থেকে সঠিক জিনিসটি নির্বাচন করতে গিয়ে সমস্যায় পড়বেন। অযথা সন্দেহ করলে সম্পর্ক নষ্ট হতে পারে। মনের মধ্যে কোনো সন্দেহ থাকলে তার সমাধান খোঁজার চেষ্টা করুন।
কুম্ভ
গত কিছু দিন ধরে বিরক্ত থাকলে কাজে মনোনিবেশ করুন, এর ফলে অধিক স্বস্তি উপভোগ করবেন। অর্থ চুরি যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ দিন কাটাবেন। নিজের সত্যতা প্রমাণের জন্য সঙ্গীর সঙ্গে ঝগড়া করবেন। জীবনসঙ্গীর কাছ থেকে সুন্দর উপহার পাবেন। মীন
অর্থের গুরুত্ব বোঝেন আপনি। তাই আজ আপনার দ্বারা সঞ্চিত অর্থ কাজে লাগবে। সঞ্চিত অর্থের সাহায্যে কোনো বড়সড় সমস্যা থেকে বের হতে পারবেন। রোম্যান্সের জন্য দিন ভালো। অফিসে যে পরিবর্তন হয়েছে, তার দ্বারা লাভান্বিত হবেন। সামাজিক ও ধর্মীয় কাজের জন্য আজকের দিনটি ভালো। দাম্পত্য জীবন ভালো কাটবে।
মন্তব্য করুন