জ্যোতিষশাস্ত্র বিভিন্ন সময়ের ভবিষ্যদ্বাণী করে থাকে। যেমন দৈনিক রাশিফল, যা প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে থাকে। জ্যোতিষে ১২টি রাশির কথা উল্লেখ করা আছে। সেগুলো হলো—মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন।
প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে। তাই প্রতিদিন গ্রহের অবস্থান অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোও ভিন্ন হয়। এ কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা হয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ শনিবার কেমন কাটতে পারে আপনার দিন, সে সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল আত্মতুষ্টির অভাব অনুভব করবেন। অপ্রিয় কথা বলার জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। যানবাহনে সতর্ক থাকুন।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে অলসতাকে আজ প্রশ্রয় দেবেন না। ব্যয় বাড়তে পারে। লেনদেন ও বিনিয়োগে সাবধান থাকবেন। আজ শারীরিক বিষয় ভাবিয়ে তুলবে।
মিথুন | ২১ মে-২০ জুন মানসিক প্রশান্তির জন্য যোগব্যায়াম করুন আজ। রোমান্টিক সম্পর্ক শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণে সতর্ক থাকুন।
কর্কট | ২১ জুন-২০ জুলাই কল্পনাপ্রবণতা ও ভীরুতা আপনার সফলতা লাভের অন্তরায়। ভোজনবিলাসী মানসিকতা বাদ দিন আজ। আর্থিক যোগাযোগ শুভ।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট আর্থিক যোগাযোগ শুভ। আজ অলসতা পরিহার করুন। ব্যবসায়িক সফলতা পাবেন। বাস্তবতাবিবর্জিত আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর আজ কথা বলা ও সমালোচনায় সচেতন হোন। উন্নত চিন্তার জন্য কাজে সফলতা পাবেন। প্রতিটি বিষয়ে প্রো-অ্যাকটিভ থাকুন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর প্রয়োজনে গুরুগম্ভীর হোন। অহেতুক সমালোচনা করবেন না। মিতব্যয়ী হোন। আবেগ নিয়ন্ত্রণ করুন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর আজ অপ্রিয় সত্য বলা থেকে বিরত থাকুন। সাংঘর্ষিক বিষয় এড়িয়ে চলুন। গৃহজীবনে যে কোনো সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর আর্থিক বিষয় শুভ। ভ্রমণে সতর্ক থাকুন। সংসারে যতটুকু সম্ভব সময় বেশি দিন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি আজ ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না। হতাশাকে প্রশ্রয় দেবেন না। প্রেমের বিষয় ভাবিয়ে তুলতে পারে। প্রিয়জন ভুল বুঝতে পারে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি পারিবারিক মতানৈক্য এড়িয়ে চলুন। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের জটিলতায় ভুগতে পারেন। আর্থিক যোগাযোগ শুভ।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ ভাবপ্রবণতা আজ নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। পারিবারিক বিষয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। ভ্রমণ শুভ। স্পষ্ট কথা বলার প্রবণতা বাড়বে। ইতিবাচক ও প্রাণবন্ত থাকুন।
মন্তব্য করুন