বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন, সহিংসতা ও কারফিউ জারিসহ সাম্প্রতিক ঘটনাবলি উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ব্রিফিংয়ে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুলাই) অনুষ্ঠিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পেন্টাগনের এ মুখপাত্র জানান, তারা বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রেখেছেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং এই সহিংসতা অব্যাহত হোক তা তারা দেখতে চান না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আমার সহকর্মীরা যা বলেছেন আমিও সেটাই বলতে চাই, আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাব এবং অবশ্যই এই সহিংসতা অব্যাহত হোক আমরা তা চাই না।
মন্তব্য করুন