সর্বশেষ মন্ত্রিসভার বৈঠক ১ জুলাই অনুষ্ঠিত হয়। সেই হিসাবে প্রায় এক মাস পর আজ ফের মন্ত্রিসভার বৈঠক বসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবেরাও।
নিয়মমাফিক মন্ত্রিসভার বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়েও আলোচনা করা হয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার পাশাপাশি কারফিউ-পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তর ও সংস্থার কী পরিমাণ ক্ষয়ক্ষতির হয়েছে, সে সবকিছুর পরিসংখ্যানও চাওয়া হতে পারে আজকের বৈঠকে।
সার্বিক পরিস্থিতি আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে মন্ত্রী-সচিবদের নানা নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-জুন) প্রতিবেদন অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।