কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১১:৩৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ
৯০’র ডাকসু-সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের বিবৃতি

শিক্ষার্থীদের আন্দোলন দমনে নিষ্ঠুর পথ বেছে নিয়েছে সরকার

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ছবি : কালবেলা
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক ও ন্যায়সংগত দাবিতে গড়ে উঠা আন্দোলনকে দমন করার জন্য সরকার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন ৯০’র ডাকসু-সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দরা। অবিলম্বে ডিবি হেফাজতে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেয়ারও দাবি জানিয়েছেন তারা। বুধবার এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে বলা হয়েছে, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় সমন্বয়ককে নিরাপত্তা দেবার হাস্যকর খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে গত কয়েক দিন ধরে ডিবি হেফাজতে আটক রেখে নির্যাতন করে ভয়-ভীতি দেখিয়ে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়ানো হচ্ছে, যা বুঝতে কারোরই অসুবিধা হবার কথা নয়। ক্ষমতাসীন সরকার সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক ও ন্যায়সংগত দাবিতে গড়ে উঠা আন্দোলনকে দমন করার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে।

চলমান আন্দোলনকে ছাত্রজনতার অভূতপূর্ব অভ্যুত্থান হিসাবে আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনী শত শত ছাত্র তরুণ সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। নির্বিচার আক্রমণে গুলিবিদ্ধ হয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘাতকদের বুলেটের হাত থেকে নিজ বাসায় মা-বাবার কোলের শিশুও রেহাই পায় নাই। পুলিশ, ব্যাব ও বিজিবি দিয়ে পাখির মতো গুলি চালিয়ে আন্দোলন দমনে ব্যর্থ হয়ে সরকার গদি টিকিয়ে রাখতে কারফিউ দিয়ে সেনাবাহিনী নামিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ব্যাপক প্রাণহানি, হত্যাযজ্ঞের ঘটনাকে আড়াল করার জন্য সরকার নিজেরাই নানা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়ে বিরোধী রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে দেশব্যাপী নির্বিচারে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে ৯০'র স্বৈরাচার বিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানসহ হাজার হাজার রাজনৈতিক নেতা, শিক্ষার্থী, সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। সকল হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব নিয়ে শেখ হাসিনার সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কেবলমাত্র বর্তমান সরকারের পদত্যাগ এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সত্যিকার নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে বর্তমান রাজনৈতিক সংকটের স্থায়ী টেকসই সমাধান হতে পারে।

নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে বিদ্যমান অসহনীয় শ্বাসরুদ্ধকর দশা থেকে দেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য দমন পীড়ন গ্রেপ্তার বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

একইসাথে রক্তে ভেজা এই আন্দোলনকে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সাহসিকতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বীর ছাত্রসমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দেখে নিন একাদশ

শ্রাবন্তীর বোল্ড লুক, নিজের মতো খুশি থাকার শিক্ষা

কেন ক্ষমা চাইব? আমি তো কোনো অন্যায় করিনি : বাকৃবি উপাচার্য

একটা লোককে ভিপি বানাতে ডাকসু আয়োজন করা হচ্ছে, অভিযোগ মেঘমল্লার বসুর

নদীতে গোসলে নেমে তলিয়ে গেল দুই শিশু

হঠাৎ হৃৎস্পন্দন বেড়ে যাওয়া কীসের ইঙ্গিত? যা বলছেন চিকিৎসক

তারেক রহমানকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবে দেশের মানুষ : মেয়র শাহাদাত

৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর কর্মকর্তা বরখাস্ত

ছাত্রলীগের সাবেকরা কি রাষ্ট্রীয় কাজে অংশ নিতে পারেন না, আইনজীবীকে হাইকোর্টের প্রশ্ন

যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয় : চার্জ দ্য অ্যাফেয়ার্স 

১০

চেম্বার জজ আদালতের রায়ের বিষয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া

১১

ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২

মেসি শেষ কবে ফাইনাল হেরেছিলেন?

১৩

শেষ ম্যাচেও হার, এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

১৪

পবিপ্রবির ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়ম তদন্তে দুদক

১৫

ফেনীতে দাবদাহে পুড়ছে জনপদ, জনজীবনে স্থবিরতা

১৬

অবরোধে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

১৭

৯ তারিখেই ডাকসু নির্বাচন চান ভিপি প্রার্থী শামিম

১৮

৩০ জুলাইয়ের ভাঙা কাচের ছবি নিয়ে বামজোট প্রার্থীর ব্যাখ্যা

১৯

আফগানিস্তানে সম্পূর্ণ বিধ্বস্ত একটি গ্রাম, নিহত ছাড়াল ৮০০

২০
X