কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নগরীর রাস্তায় ফিরেছে ট্রাফিক পুলিশ, শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে

রাস্তায় ট্রাফিকের দায়িত্বে ফিরেছে পুলিশ। ছবি : কালবেলা
রাস্তায় ট্রাফিকের দায়িত্বে ফিরেছে পুলিশ। ছবি : কালবেলা

শেখ হাসিনা সরকারের পতন ও পুলিশের কর্মবিরতিতে রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করেন শিক্ষার্থীরা। টানা একসপ্তাহ পর অবশেষে সোমবার থেকে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করেন। সময়ের সাথে সাথে স্বাভাবিক হচ্ছে রাজধানীর ট্রাফিক পরিস্থিতি। এত দিন রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা ফিরতে শুরু করেছে শিক্ষাপ্রতিষ্ঠানে। দীর্ঘ ছয় দিন পরে কর্মবিরতি শেষে ট্রাফিক পুলিশদের অনেকেই রাস্তা ও যানযট নিরসনে কাজ করা শুরু করেছেন। তাদের সহযোগিতায় করছেন স্কাউট, রেড ক্রিসেন্ট, তিন বাহিনীর সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) রাজধানীর সদরঘাট, তাঁতীবাজার, বাবুবাজার, গুলিস্তান, নিউমার্কেট, নীলক্ষেত, শাহবাগ, পল্টন মোড়সহ এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ ও পুরাতন পল্টন মোড়ের সিগন্যাল। সেখানে ট্রাফিক পুলিশ ও আনসার সদস্যদের সাথে যানযট নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরাও। তবে গত কয়েক দিনের তুলনায় কমছে নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের সংখ্যা।

পুরানা পল্টন ও সচিবালয় এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের সদস্য মো. হাফিজুর রহমান বলছেন, চলতি সপ্তাহের মাঝেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে ট্রাফিক পরিস্থিতি। আজ রাজধানীর প্রায় সকল এলাকায় ট্রাফিক পুলিশ কাজ করছে স্বাভাবিক ভাবে। এখন কোন ধরনের কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা আমাদের সহযোগী করছে। তাদের সহযোগিতা ও আমাদের চেষ্টায় এখনো স্বাভাবিক আছে যান চলাচল। নগরবাসী নির্বিঘ্নে যাতায়াত করছে।

নীলক্ষেত মোড়ে ট্রাফিক পুলিশের সাথে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করা শিক্ষার্থী মো. মাসুদ রানা বলেন, ট্রাফিক পুলিশদের সহযোগিতা করতেই আমরা শিক্ষার্থীরা রাস্তায় আছি।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে গেলে আমরা ক্লাসে ফিরব। তবে আজ শিক্ষার্থীদের সংখ্যা কমে গেছে। এর মূল কারণ বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান গুলো খুলে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস- পরীক্ষা শেষ করে আবসর সময় রাস্তায় ট্রাফিক পুলিশের সাথে কাজ করছে শিক্ষার্থীরা।

গত সোমবার থেকে ট্রাফিক পুলিশ কাজে যোগদান করায় সড়কে কমেছে শিক্ষার্থীদের সংখ্যা। তবে এখনো কিছু কিছু সড়কে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন শিক্ষার্থীরা।এদিন রাজধানীর সব সড়কেই দেখা গেছে যানবাহনের উপস্থিতি। গণপরিবহনের সংখ্যাও অনেক বেড়েছে। সদরঘাট এলাকায় সড়ক শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন মহানগর মহিলা কলেজের শিক্ষার্থী জাকিয়া সুলতানা। জাকিয়া কালবেলাকে বলেন, রাস্তায় গাড়ির উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বেড়েছে। ট্রাফিক পুলিশ আছে। আমরাও তাদের সহযোগিতা করছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সাথে কাজ করছে আনসার সদস্যরাও।

নীলক্ষেত মোড়ে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালনকাল করছেন আনসার সদস্য সৈয়েদ আলী। তিনি কালবেলাকে বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ রাজধানীতে বেরোচ্ছে যান চলাচল। সড়কের বিশৃঙ্খলা রোধে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও কাজ করছেন। এখন পর্যন্ত কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আমরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১০

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১১

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

১২

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

১৩

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

১৪

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

১৫

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

১৬

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

১৭

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

১৮

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

১৯

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

২০
X