কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি চায় উদীচী

সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার ৪৯তম বার্ষিকীতে উদীচীর আলোচনা সভা। ছবি : কালবেলা
সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার ৪৯তম বার্ষিকীতে উদীচীর আলোচনা সভা। ছবি : কালবেলা

স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্বেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশের মানুষকে স্বাধিকার আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে অনুপ্রেরণা দেওয়ার কাজে অগ্রণী ভূমিকা ছিল তার। জেল-জুলুম-অত্যাচার-নিপীড়ন উপেক্ষা করেই এ লড়াইয়ে সামিল হন তিনি। তবে, যে মৌলবাদমুক্ত, অসাম্প্রদায়িক, সাম্যবাদী, দুর্নীতিমুক্ত সুখী সুন্দর দেশ গঠনের স্বপ্ন তিনিসহ লাখো বীর মুক্তিযোদ্ধা দেখেছিলেন, সে স্বপ্ন আজও পূরণ হয়নি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ৪৯তম বার্ষিকীতে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, শিবানী ভট্টাচার্য, প্রবীর সরদার, নিবাস দে, জামসেদ আনোয়ার তপন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কোষাধ্যক্ষ বিমল মজুমদার, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর, শিখা সেনগুপ্তা, কেন্দ্রীয় সংসদের সদস্য নাজমুল আজাদ ও আজমীর তারেক চৌধুরী এবং নাজমুল হক বাবু, সৈয়দা রত্না, বিপ্লব আল মামুন প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

তারা বলেন, বঙ্গবন্ধুর নিজের দল আওয়ামী লীগ প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকলেও দেশ থেকে দুর্নীতি দূর হয়নি, বরং তা বেড়েছে বহুগুণে। বঙ্গবন্ধু যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তা তিনি নিজে বাস্তবায়ন করে যেতে পারেননি। তার দলও সেটি বাস্তবায়নের চেষ্টা করেনি। আর সেকারণেই ছাত্র-জনতার প্রবল গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হন। দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা।

বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শকে ধারণ করে দেশ পরিচালনাই আওয়ামী লীগের জন্য সঠিক কাজ হতো। কিন্তু তা না করে, তারা সাধারণ মানুষের কণ্ঠরোধ করেছে, ছাত্র-জনতাকে হত্যা করেছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এছাড়া, শেখ মুজিবুর রহমানকে অহেতুক হাজারো বিশেষণে বিশেষায়িত করে তাকে জনতার থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে। এসব কারণেই বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করার দুঃসাহস দেখাচ্ছে একটি মহল।

আলোচনা পর্বে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের কারণে বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করতে শুরু করেছে একটি স্বার্থান্বেষী মহল। বিভিন্ন জায়গায় তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করছে, জাদুঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের ওপর হামলা চালানো হয়েছে। একইসঙ্গে সারা দেশ থেকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্যের ধারক সমস্ত ভাস্কর্য, স্থাপনা ধ্বংস করা হচ্ছে, ভেঙেচুরে গুড়িয়ে দিচ্ছে একটা মহল, যা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। উদীচী বিশ্বাস করতে চায়, এর সঙ্গে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃদানকারী ছাত্রনেতারা যুক্ত নেই। যারা এহেন কার্যক্রমের সঙ্গে যুক্ত তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছে উদীচী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে দেশে পাঠাল ইসরায়েল

বিসিবি নির্বাচনকে ‘জালিয়াতি’ বললেন ইশরাক, দিলেন কঠোর হুঁশিয়ারি

কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন : সারজিস

২ লাখ টাকা ছাড়াল স্বর্ণের দাম

সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল কারাগারে 

প্রকৃতির গহিনে হারিয়ে যাওয়া আমাদের কয়েকটা দিন

আ.লীগ নেতা চন্দনের পাসপোর্ট জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিসিবির সহসভাপতি পদে নির্বাচিত হলেন যারা

ভয়ঙ্কর রূপে তিস্তা, ১৫ হাজার পরিবার পানিবন্দি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

১০

পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান সাফ জানিয়ে দিল ইরান

১১

দুশ্চিন্তা ঘুচিয়ে সোহেল-লামিয়ার ঘরে এলো পাঁচ সন্তান

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি বুলবুল

১৩

মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ, আদালতে দীপু মনির প্রশ্ন 

১৪

জনমুক্তির ধারাবাহিক আলোচনা / ‘বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া’র প্রথম পর্ব অনুষ্ঠিত

১৫

বিএনপির সেই নেতার ইচ্ছা পূরণে ভার্চুয়ালি সাক্ষাৎ করলেন তারেক রহমান

১৬

নতুন কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করছে প্রতারকরা

১৭

বিবিসি সাক্ষাৎকারে অন্যরকম তারেক রহমান

১৮

অন্তর্বাস থেকে কি আসলেই ক্যানসার হয়

১৯

বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরিতে কত ভোট পড়ল?

২০
X