বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপা গ্রেপ্তার।
বুধবার (২১ আগস্ট) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিষয়টি কালবেলাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান।
বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে উত্তরা পূর্ব থানার (মামলা নং: ০৪, ধারা : ৩০২/১১৪/১০৯) পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। এর আগে তারা দুজন বিদেশে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে।
এদিকে এর আগে আজ সকালের দিকে একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। এসবি ক্লিয়ারেন্স না থাকায় তাদের আটকে দেওয়া হয়।
মন্তব্য করুন