দৈনিক কালবেলায় ‘এসএসএল ও ই-অরেঞ্জ হাতিয়েছে ৩৫৮ কোটি’ শিরোনামে ৫ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে অরেঞ্জ বিডি লিমিটেড (অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড)। প্রতিবাদলিপিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, অরেঞ্জ বিডি লিমিটেড অভিযুক্ত প্রতিষ্ঠান ই-অরেঞ্জ-এর সঙ্গে কোনো সময় সংযুক্ত ছিল না।
প্রতিষ্ঠানটি বলছে, কালবেলায় প্রকাশিত সংবাদের একটি অংশে উল্লেখ করা হয়, প্রায় তিন বছর মামলাটি তদন্ত করে সিআইডি। তদন্তে ই-অরেঞ্জসহ অরেঞ্জ বিডি, রেড অরেঞ্জ ইন্টারন্যাশনাল, অল জোন এবং এসএসএল কমার্সের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এখানে অরেঞ্জ বিডির নাম আসার কোনো ভিত্তি নেই, কারণ অরেঞ্জ বিডি লিমিটেড (অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড) অভিযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে কোনো সময় সংযুক্ত ছিল না। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক।
প্রতিবাদলিপিতে প্রতিষ্ঠানটি আরও দাবি করেছে, অরেঞ্জ বিডি লিমিটেড (অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড) মনে করে, অভিযুক্ত প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল থাকায় কোনোরূপ যাচাইবাছাই না করে এই ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন