ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।
ফেসবুক পোস্টে দেখা যায়, শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণের চারটি ভিন্ন ভিন্ন ছবি প্রকাশ করেছেন। যাতে দেখা যায়, সেনা সদস্যরা কাঁধে করে চালের বস্তা নিয়ে যাচ্ছেন। সুশৃঙ্খলভাবে জনগণের মাঝে বণ্টন করে দিচ্ছেন।
শায়খ আহমাদুল্লাহ ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন, এক লাখ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী সহায়তা করেছেন। প্রত্যেক পরিবারকে ২৫ কেজির এক বস্তা করে চাল বিতরণ করেন। আর এ কার্যক্রমে সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, আস-সুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে গত ২১ আগস্ট থেকে বন্যার্তদের মাঝে ধাপে ধাপে ত্রাণ সামগ্রী সহায়তা দেওয়া হয়। প্রথমধাপে ২০ হাজার পরিবারকে, দ্বিতীয় ধাপে ৪০ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী সহায়তা করে সংগঠনটি।
এ ছাড়াও বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ৪ হাজার পরিবারকে পুনর্বাসনকল্পে টিন ও নগদ টাকা দেওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন