রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএসআইআর’র নতুন চেয়ারম্যান ড. সামিনা আহমেদ

ড. সামিনা আহমেদ। ছবি : কালবেলা
ড. সামিনা আহমেদ। ছবি : কালবেলা

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) নতুন চেয়ারম্যান হয়েছেন ড. সামিনা আহমেদ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে ড. সামিনা আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩-এর ধারা ৫(৩) ও ৫(৬) অনুযায়ী ড. সামিনা আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, ড.সামিনা আহমেদ রসায়ন বিভাগে পড়াশোনা করেছেন। ১৯৯৪ সালে বিসিএসআইআর তিনি বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। এরপর তিনি ২০০৪ সালে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদন্নোতি পান। ২০১২ সালে প্রিন্সিপাল বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদন্নোতি ও ২০১৯ সালে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তাকে পদোন্নতি দেওয়া হয়।

৩০ বছর ধরে তিনি বিসিএসআইআর বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ১৫ আগস্ট বিসিএসআইআর সচিবালয় ভবনের সামনে সংস্থাটির বিজ্ঞানীরা ‘বিজ্ঞানী সংঘের ব্যানারে’ বিসিএসআইআর’র চেয়ারম্যান ও অবৈধ নিয়োগপ্রাপ্তদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে রাজনৈতিক প্রভাবমুক্ত বিসিএসআইআর ও দুর্নীতিমুক্ত করে সংস্কারের দাবি তুলেছেন বিজ্ঞানীসমাজ। একইসঙ্গে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজেদের বিজ্ঞানীদের মধ্য থেকেই চেয়ারম্যান নিয়োগেরও দাবি জানিয়েছেন তারা।

এ সময় বিক্ষুব্ধ সংস্থাটির বিজ্ঞানীরা ‘আমার প্রতিষ্ঠান আমি হবো চেয়ারম্যান’, ‘মন্ত্রীর পদলেহন করে হওয়া বিজ্ঞানীদের চাই না’, ‘নারী বিজ্ঞানীদের হেনস্তাকারী চেয়ারম্যানের বিচার চাই’, ‘বিসিএসআইআর কোনো রাজনৈতিক আড্ডাখানা নয়’,-সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন।

সংস্থাটির বিজ্ঞানীরা সমাবেশে অভিযোগ করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে টানা ১৬ বছরের মন্ত্রী ইয়াফেস ওসমানের প্রিয়ভাজনরা বিসিএসআইআর এ উচ্চপদে বহাল রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটান সরকারের ‘পাখিবাড়ি’

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ

আ.লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াতের এমপি প্রার্থী

দুর্ঘটনার কয়েক মাস আগে থেকেই ‘শাহাদাতের’দোয়া পড়ছিলেন জুনায়েদ জামশেদ

বিএনপি নেতাকে দেওয়া মালায় ১০ লাখ টাকার চেক

নতুন ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা জারি, আঘাত হানতে পারে যেসব স্থানে

সিএনজি চালকদের জরুরি নির্দেশনা দিলেন এসএমপি কমিশনার

যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে চট্টগ্রামে ভিড়ল জাহাজ

মুফতি অপহরণ  / আগেই কোনো পক্ষকে দায়ী না করার আহ্বান জিএমপির

বিশেষ একটি প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে কোথায় আছে : মুরাদ

১০

নিরপেক্ষতা হারানো উপদেষ্টাদের অবিলম্বে সরাতে হবে : আমীর খসরু 

১১

সুবিধাবাদী মহল ইসলামকে নিজেদের মতো উপস্থাপন করতে চাইছে : জমিয়ত

১২

প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি সব সিদ্ধান্ত বাতিলের দাবি

১৩

৩১ দফার ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে : ড. এনামুল হক 

১৪

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ২১ দফা দাবি বিএফইউজের 

১৫

প্রভাতফেরী’র সদস্য মরহুমা হাসনেয়ারার স্মরণসভা

১৬

বিএনপিতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

১৭

নির্বাচনের আগেই গণভোট হতে হবে : মামুনুল হক

১৮

চলনবিল থেকে বিশ্বমঞ্চে, রেজোয়ানের ভাসমান স্কুল পেল ইউনেস্কো পুরস্কার

১৯

আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

২০
X