কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

তাপপ্রবাহ আরও কয়েক দিন, বৃষ্টিতে সাময়িক স্বস্তি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এতে কয়েক দিন ধরে চলা তীব্র গরম কিছুটা কমলেও তাপপ্রবাহ এখনই কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, এ বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমবে। তবে তাপপ্রবাহ চলবে আরও কয়েক দিন। যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেখানে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এই বৃষ্টিতে সারা দেশে চলা তাপপ্রবাহের খুব একটা পরিবর্তন আসবে না। কারণ ভারি বৃষ্টি হয়নি, আগামী কয়েক দিন সে সম্ভাবনাও নেই। সেক্ষেত্রে তাপমাত্রা এখনই কমছে না।

কয়েক দিন ধরে সারা দেশে তাপপ্রবাহ বইছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার বুলেটিনে সারা দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দেয় আবহাওয়া অধিদপ্তর। শনিবারের (২১ সেপ্টেম্বর) বুলেটিনে অধিদপ্তর জানায়, সিলেট ও যশোর জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

তীব্র গরমের মধ্যেই শনিবার বেলা ১১টার দিকে ঢাকার আকাশ কালো করে মেঘ আসে। কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি; ১৫-২০ মিনিট হালকা বৃষ্টির পর তা থেমে যায়। ঢাকায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।

এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকার বাইরে চট্টগ্রাম, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর ফেনী, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২২ সেপ্টেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী নারীর ভাতার টাকা যায় আ.লীগ নেতার পকেটে

নির্বাচন করবেন কি না জানালেন প্রেস সচিব

আবারও পেছাল বিপিএল

যে গ্রামে শত বছর ধরে টিকে আছে শাঁখারি শিল্প

শয়তানের নিশ্বাস ছড়িয়ে ধর্ষণ

স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে ধরা

মগবাজারে বহুতল ভবনে আগুন

ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

হংকংয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৭৫

১০

হৃদয়ের একার লড়াইয়ের পরও বাংলাদেশের বড় পরাজয়

১১

সিমিউই-৬ সাবমেরিন কেবল প্রকল্পে নতুন পিডি জাকিরুল আলম 

১২

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

১৩

ভোটকেন্দ্র বাতিলের দাবিতে সড়কে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা

১৪

ভূমিকম্পে জনমনের আতঙ্ক নিরসন ও মঙ্গল কামনায় প্রার্থনা সভা

১৫

সরাসরি চুক্তিতে সিলেট যোগ দিলেন তারকা পেসার

১৬

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প

১৭

৩১ দফা বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান আমিনুল হকের

১৮

শীতের শুরুতেই নিওরের স্কিনকেয়ার পণ্যের উচ্চ চাহিদা

১৯

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল

২০
X