পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে প্রকাশ্যে নির্মমভাবে পাথর মেরে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি সাইন্সে ল্যাব মোড় প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকের সমবেত হয়।
ঢাকা কলেজের শিক্ষার্থী মুহিম বলেন, আমাদের যে প্রত্যাশা ছিল এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে বিপ্লব ও রক্ত দিয়েছি সেই উদ্দেশ্য এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলে চাঁদাবাজ রয়েছে। আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না। আমাদের অবস্থান দেশবিরোধী সকল অপশক্তি এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে। আমাদের অবস্থান যারা জুলাইকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে। বাংলাদেশে কোনো দেশবিরোধীদের অবস্থান করতে দেওয়া হবে না। ছাত্রসমাজ সকল অন্যায়ের বিরুদ্ধে ছিল এবং থাকবে। কেউ আমাদের রক্তচক্ষু দেখিয়ে দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
মন্তব্য করুন