কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১০:২৪ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

চার দিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে জেনেভার উদ্দেশে রওনা হন।

১৪ থেকে ১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত সম্মেলনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম খাতে দেশের অগ্রগতি এবং আগামীর পরিকল্পনা তুলে ধরবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জি-২০ মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে ভারত থেকে জেনেভায় প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফরসঙ্গীদের মধ্যে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দৈনিক কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা এবং দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক ওবায়দুল কবির রয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে, বুধবার (১৪ জুন) সকালে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং প্রিন্স রহিম আগা খান আলাদা সৌজন্য সাক্ষাৎ করবেন তার সঙ্গে। পরে জেনেভায় জাতিসংঘের দ্বিপক্ষীয় কক্ষে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেত। এ বৈঠকের পর বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা সম্প্রসারণে চুক্তি বা সমঝোতা স্বাক্ষরের কথা রয়েছে।

আরও পড়ুন: মমতাকে হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধানমন্ত্রী

দুপুরে সরকারপ্রধান ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটের প্লেনারি সেশনে অংশ নেবেন। বিকেলে মালটার প্রেসিডেন্ট ড. জর্জ ডব্লিউ বেলা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার সঙ্গে আলাদা বৈঠক করবেন। এ ছাড়া আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোয়াংবোর সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা। রাতে সম্মেলনে অংশগ্রহণকারীদের সম্মানে আইএলও মহাপরিচালকের দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

আগামী বৃহস্পতিবার (১৫ জুন) সকালে জেনেভার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশে নতুন অর্থনীতি ও সমাজ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল সাড়ে ১১টায় ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। বিকেল ৫টায় দেখা করবেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকনজো-ইওইলা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী শুক্রবার সকালে তার ঢাকার উদ্দেশে জেনেভা ছাড়ার কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাদ, পানামার প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা এবং ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীসহ মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও এ সম্মেলনে বক্তব্য দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

‘ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট

১০

ডিইউজের সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ পুনর্নির্বাচিত

১১

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাপক ধরপাকড়

১২

বুসকেটস–আলবার বিদায়ক্ষণে মেসির ‘আরেক ফিনালিসিমা’

১৩

ব্রাকসু নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাতিলের আবেদন

১৪

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

১৫

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

১৬

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

১৭

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

১৮

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৯

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

২০
X