কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৭:১০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ কামালের জন্মদিনে দেশে দেশে শ্রদ্ধা নিবেদন

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন। ছবি : কালবেলা
বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন। ছবি : কালবেলা

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছে। শনিবার দিনটি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন মিশনে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ, কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়াও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত পরিবারের সব শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, মিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশ নেন।

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেখ কামালের গৌরবময় ও সংগ্রাম গাঁথা জীবনের ওপর এক আলোচনা সভায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান মহান মুক্তিযুদ্ধে শেখ কামালের ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ ক্রীড়া, শিল্প, সাহিত্যে শহীদ শেখ কামালের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, শেখ কামাল এসব গুণাবলি তার পরিবার থেকে পেয়েছেন যা তার ব্যক্তিগত, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে প্রতিফলিত হয়েছে।

তুরস্কে বাংলাদেশ দূতাবাসে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আঙ্কারায় নিযুক্ত রাষ্ট্রদূত আমানুল হক শেখ কামালের জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে শেখ কামালের বহুমুখী প্রতিভা ও কর্মময় জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রদূত সামিনা নাজ বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন তারুণ্যের রোল মডেল। দেশের খেলাধুলা ও সংস্কৃতি জগতে তার অবদান অনস্বীকার্য। তিনি নতুন প্রজন্মকে ক্রীড়ানুরাগী, সংস্কৃতিমনা, তারুণ্যদীপ্ত বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সংকল্পে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ ছাড়াও ব্রুনাই দারুসসালাম, পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনসহ বিভিন্ন মিশনের শেখ কামালের জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করা হয়।

আরও পড়ুন : রাজনৈতিক প্রশ্নে ‘চুপ’ পিটার হাস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

নুরের শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন রাশেদ

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা. তাহের

২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

সড়কে নিয়ম ভাঙার মহোৎসব / যানজট নিরসনে ভুমিকা নেওয়ায় সুবিধাভোগীদের রোষানলে পুলিশ কর্মকর্তা

বালু উত্তোলনের লাইভ প্রচার করায় নির্যাতন

১০

দেয়াল-পিলারে ফাটল, মেঝেও ধসে গেছে সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পের

১১

কাকরাইল রণক্ষেত্র, পুলিশি প্রটোকলে কার্যালয় ছাড়লেন জিএম কাদের

১২

‘প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফেরানো’

১৩

নদী ভাঙনের কবলে আশ্রয়ন প্রকল্প ও ৭১ পরিবার

১৪

নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির

১৫

রাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শেষ রোববার

১৬

ইউসিটিসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান

১৭

হলুদ হেলমেট পরে হামলা করেছে কারা?

১৮

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ নিয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

১৯

‘জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাপা’

২০
X