নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে লোহাগড়া পৌরশহরের ন্যাশনাল পিপলস পার্টির সিএন্ডবি চৌরাস্তায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের ‘মা’ উল্লেখ করে বলেন, তিনি গত ১৭ বছরসহ সারা জীবন গণতন্ত্রের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন। তিনিই একমাত্র আপসহীন নেত্রী। তিনি অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে আটাকাতে পারবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান এবার যদি আমাকে ধানের শীষের মনোনয়ন দেন তাহলে আমি নড়াইল-২ তারেক রহমানকে উপহার দিব। আমাকে না দিয়ে অন্য কাউকে ধানের শীষ প্রতীক দেয় আমি তার পক্ষে কাজ করব। তবে তারেক রহমান তাকে সবুজ সংকেত দিয়েছেন বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা ও তারেক রহমান ২০১৮ সালে আমাকে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীক দিয়েছিলেন। আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমার নির্বাচনী প্রচারণায় কয়েকবার হামলা চালায়। আমার নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে অনেককেই আহত করে। আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে। আমার নিজের ভোট আমি নিজে দিতে পারিনি। এবার সময় এসেছে ভোট দেওয়ার। দেশের মানুষ এবার নিজের ভোট নিজে দিতে পারবে।
ড. ফরিদুজ্জামান বলেন, খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমরা দেশে আছি কিন্তু আজ ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। যে পালিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না।
উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- এনপিপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শওকত আলী, এনপিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য বেলাল আহমেদ, নড়াইল জেলা এনপিপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা এনপিপির সহসভাপতি শেখ বদরুল ইসলাম, উপজেলা এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, যুব ফ্রন্টের সভাপতি অ্যাড. মেহেদী হাসান অপু, মহিলা নেত্রী ফাতেমাতুর জোহরা (হিরা), মহিলা নেত্রী ববিতা খানম, ডেইজি বেগম, আফসানা মিম, প্রভা প্রমুখ। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাও. মো. বদরুল আলম।
মন্তব্য করুন