কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
গুলি করে জেলে হত্যা

মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

বঙ্গোপসাগর। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগর। ছবি : সংগৃহীত

বাংলাদেশি জেলেকে গুলি করে হত্যার ঘটনায় মিয়ানমারের কাছে প্রতিবাদ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৯ অক্টোবর) টেকনাফের শাহপরীর দ্বীপের কোনাপাড়ার বাসিন্দা মো. উসমানকে (৫৮) হত্যা করে মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনায় প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকায় মিয়ানমার দূতাবাসে একটি কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে শুক্রবার (১১ অক্টোবর) সকালে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া সেন্টমার্টিনের কাছে সাগর থেকে ৫৮ জেলে ও ছয়টি ট্রলার অপহরণের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ ধরনের অযাচিত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য মিয়ানমারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের জলসীমার অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং কোনো উসকানিমূলক আচরণ পরিহার করার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ওই বার্তায়।

টেকনাফ উপজেলা প্রশাসনের তথ্যমতে, বুধবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে গুলি করে মিয়ানমারের নৌবাহিনী। এ সময় তারা জেলেসহ ছয়টি ট্রলার আটক করে নিয়ে যায়। গুলিতে বাংলাদেশি এক জেলে নিহত এবং দুজন আহত হন।

জেলেদের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার প্রশাসনকে ঘটনা জানালে মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ডের কাছে একটি ট্রলারসহ জেলেদের হস্তান্তর করে।

বৃহস্পতিবার দুপুরে নিহত জেলের মরদেহ ও ১১ জেলে নিয়ে একটি ট্রলার শাহপরীর দ্বীপ জেটিতে ফেরে। পরে রাতে বাকি পাঁচটি নৌযানও ছেড়ে দেয় মিয়ানমার নৌবাহিনী। ট্রলারগুলোয় ৪৭ মাঝি-মাল্লা ও জেলে ছিলেন। সব মিলিয়ে ৫৮ মাঝি-মাল্লাসহ ৬টি ট্রলার ফেরত এসেছে।

গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মো. ওসমান গনি শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির ট্রলারের জেলে। গুলিবিদ্ধ অন্য দুই জেলেও ওই ট্রলারের।

ট্রলার মালিক সাইফুল জানিয়েছেন, সাগরে মাছ ধরার সময় হঠাৎ করে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে গুলিবর্ষণ করে। এরপর ছয়টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকাধীন ট্রলারে গুলিবিদ্ধ তিনজনের মধ্যে একজন মারা যান।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপের দায়িত্বরত কর্মকর্তা (নাম প্রকাশ না করে) জানান, মিয়ানমারের নৌবাহিনীর সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার সকালে একটি ও বিকেলে ৫টি ট্রলার ছেড়ে দেয় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের কথা জানতে পেরে ৩ ঘণ্টা কেঁদেছিলেন সঞ্জয় দত্ত

গণিতে বিশ্বসেরা হলেন বাংলাদেশের এক প্রতিষ্ঠানের ৫ শিক্ষার্থী

সুমনের বিশ্বাসঘাতকতায় চরম মূল্য দিলেন রুমি

আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা!

উপ-সহকারী প্রকৌশলী আহসানুল হক বাধ্যতামূলক অবসরে

‘নুরাল পাগলার ঘটনায় কোনো গণগ্রেপ্তার হবে না’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব শহীদ খান কারাগারে

সাংবাদিক কর্মশালায় বক্তারা / শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে আইন শক্তিশালীকরণ জরুরি

২৫ সেকেন্ডে হাতুড়ির দিয়ে ২৩ বার আঘাত করা হয় ইকবালকে

জেন-জিদের বিক্ষোভে উত্তাল নেপাল, কাঠমান্ডুতে কারফিউ জারি

১০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

১১

রাকসু নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী নাঈম / সীমাবদ্ধতা নয়, অনুপ্রেরণার নাম

১২

সংখ্যালঘু নিঃস্বকরণ প্রক্রিয়া রোধে কার্যকর পদক্ষেপের দাবি ঐক্য পরিষদের

১৩

যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় নারী

১৪

৫ বছর পর দেশে ফিরলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা

১৫

কুমিল্লায় মা-মেয়ের মৃত্যু, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

১৬

ভিসা নিয়ে কঠোর বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

১৭

ম্যাচ চলাকালে মাঠেই প্রাণ হারালেন খেলোয়াড়

১৮

খেলাধুলা নয়, রিলেশনশিপ কৌশলের নাম বেঞ্চিং

১৯

চোখের নীরব বিপদ ডায়াবেটিক রেটিনোপ্যাথি

২০
X