বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিম ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় 

ডিমের মূল্য স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
ডিমের মূল্য স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিম ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ডিমের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান (ফার্ম ও করপোরেট), এজেন্ট/ডিলার, পাইকারি/খুচরা ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী সমিতি ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

সভায় আরও উপস্থিত ছিলেন- অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব আব্দুল জলিল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শেখ কামরুল হাসান, অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা, প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক শরিফুল হক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সহকারী পরিচালক লোকমান হোসেন, ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, কাজী ফার্মের পরিচালক কাজী জাহিন হাসান, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কোষাধ্যক্ষ ড. মঞ্জুর-ই-খোদা তরফদার, ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী সমিতি ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রতিনিধিরা।

সভার আলোচনা শেষে প্রেস ব্রিফিং করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি মতবিনিময় সভার নিম্নরূপ সিদ্ধান্তগুলো সম্পর্কে অবহিত করেন।

(ক) পরীক্ষামূলকভাবে আগামী ০২ (দুই) সপ্তাহ ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি তেজগাঁও ও কাপ্তান বাজারে ডিলারদের নিকট প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে প্রাপ্ত সরকার নির্ধারিত (উৎপাদক পর্যায় ১০.৫৮ টাকা, পাইকারি পর্যায় ১১.০১ টাকা এবং খুচরা পর্যায় ১১.৮৭ টাকা) উৎপাদক পর্যায় থেকে পাইকারি পর্যায়ের যৌক্তিক মূল্যে ডিম সরবরাহ করবে।

(খ) প্রতিদিন ডিমের মূল্য ভোক্তা-সাধারণের জ্ঞাতার্থে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের অনুরোধ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হবে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও সভার সভাপতি ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যেন বৃদ্ধি না পায় এবং সরবরাহ যেন স্বাভাবিক থাকে সে লক্ষ্যে সব সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সেরা সাত স্টেডিয়ামের তালিকায় জায়গা পেল সিলেট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সচল

আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন : জামায়াতকে প্রধান উপদেষ্টা

আজ শুভ ‘ভাইফোঁটা’

মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের তারেক রহমানের সহায়তা

সেন্টমার্টিনে অভুক্ত প্রাণীর পাশে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

গণতান্ত্রিক চর্চায় নির্বাচনের বিকল্প নেই : এনপিপি

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আমরা হতবাক ও ক্ষুব্ধ : মুহিউদ্দীন রাব্বানী

৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কফিল উদ্দিন

১০

‘একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র’

১১

এনসিপি ও জামায়াতকে যা বললেন প্রধান উপদেষ্টা

১২

টুঙ্গিপাড়ায় মাইকিং করে দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

১৩

সেনাবাহিনীর উদ্যোগ প্রশংসার দাবিদার, বললেন আইন উপদেষ্টা

১৪

ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

১৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৬

নির্বাচিত সরকার এলে পরবর্তী কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেবে আইএমএফ : গভর্নর

১৭

‘চট্টগ্রামের সব বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকলে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব’

১৮

পশুর নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

১৯

হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চাই : সালাউদ্দিন বাবু

২০
X