মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার গোলাম সারোয়ার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর শরিফুল ইসলাম ও ভিসা কাউন্সিলর জি এম রাসেল রানা। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাহমুদ। অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।
আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত গোলাম সারোয়ার মহান মুক্তিযুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন এবং দেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে শহীদ শেখ কামালের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
গোলাম সারোয়ার বলেন, শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী এবং একজন তারুণ্যের রোল মডেল। খেলাধুলা, সংগীত, নাটকসহ অন্যান্য ক্ষেত্রে শহীদ শেখ কামালের অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রদূত গোলাম সারোয়ার আশা প্রকাশ করেন, শহীদ শেখ কামালের আদর্শ অনুসরণ করে দেশের তরুণ প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে।
আলোচনা সভায় মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা, কমোডর মোস্তাক আহমেদ, ২য় সেক্রেটারি শ্রম সুমন দাসসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আলোচনা সভায় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মকবুল হোসেন মুকুল, দাতু শ্রী কামরুজ্জামান কামাল, দাতু শ্রী জালাল উদ্দীন সেলিম, মনিরুজ্জামান মনিরসহ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন