কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘রেজিস্ট্রেশন অফিস আবারও ভূমি মন্ত্রণালয় অধীনে আনার চেষ্টা হচ্ছে’

জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম শীর্ষক সেমিনারে বক্তব্য দেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : কালবেলা
জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম শীর্ষক সেমিনারে বক্তব্য দেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ছবি : কালবেলা

ভূমি মন্ত্রণালয় আলাদা কিন্তু রেজিস্ট্রেশন অফিস ভূমি মন্ত্রণালয় না; আইন মন্ত্রণালয়ের আধীনে। রেজিস্ট্রেশন অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

তিনি বলেন, ভূমি বণ্টনের মামলা নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করার বিষয়টি আইন মন্ত্রণালয়ে আলোচনা করা হবে।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় বিএসআরএফ এই শীর্ষক সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যায় করলে জনগণকে সেবা না দিয়ে ভোগান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করতে হবে। ভূমি সেবায় মানুষকে স্বস্তি দিতে হবে।

তিনি বলেন, এই মন্ত্রণালয় আলাদা কিন্তু রেজিস্ট্রেশন অফিস ভূমি মন্ত্রণালয় না; আইন মন্ত্রণালয় আধীনে। রেজিস্ট্রেশন অফিস ভূমি মন্ত্রণালয় অধীনে আবারও আনার চেষ্টা করা হচ্ছে। ভূমি বণ্টনের মামলা নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করার বিষয়টি আইন মন্ত্রণালয়ে আলোচনা করা হবে। তহশিলদারদের দৌরাত্ম্য থামাতে অনলাইন সুবিধা নিতে হবে। ডিসি ও এসিল্যান্ডকে কঠোরভাবে ভূমি অফিসের দুর্নীতি মোকাবিলার বিষয়টি দেখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নামজারি, খতিয়ান ও ভূমিকর বিষয়ক আবেদনের সমাধান করার কথা বলেন তিনি।

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, মাঠপর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিস্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যসত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবাকর্ম বিঘ্নিত হচ্ছে, এটা মানতে হবে। আইন মন্ত্রণালয় হতে রেজিস্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীন আনা গেলে একক ব্যবস্থাপনায় ভূমি সেবাবিষয়ক দুর্নীতি বহুলাংশে হ্রাস পেয়ে জনগণ হয়রানি থেকে মুক্তি পাবে।

তিনি বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণ নানা প্রশিক্ষণ কৌশলের মাধ্যমে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিসহ তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সিনিয়র ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ডিজিটাল ভূমি জরিপ কাজ চালু হলে ভূমিবিষয়ক মামলা মোকাদ্দমা, হানাহানি বন্ধ হয়ে নাগরিক সেবা সুনিশ্চিত হবে। কর্মশালায় অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের সুচিন্তিত পরামর্শের আলোকে ভূমি মন্ত্রণালয় আরো জনবান্ধব ভূমি ব্যবস্থাপনাবিষয়ক কর্মকৌশল গ্রহণে কাজ করবে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।

এর আগে সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন সাংবাদিকদের ভূমি নাগরিক সেবা কার্যক্রম ঘুরে ঘুরে দেখানো হয়। পরে ভূমি উপদেষ্টা, ভূমি সংস্কার বোর্ড আয়োজিত বোর্ডের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে অন্যান্যের মধ্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডল উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নবদম্পতিসহ নিহত ৮

যুবদল নেতাকে বহিষ্কার

বিয়ের অনুষ্ঠানে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ

তারেক রহমানকে দেশ গঠনের সুযোগ দিন : সেলিমুজ্জামান

চট্টগ্রামে পিতার আসন পুনরুদ্ধারে মাঠে চার মন্ত্রীপুত্র

ইঙ্গিতপূর্ণ বার্তা তাসনূভা জাবীনের

নীতির প্রশ্নে আপস করেননি খালেদা জিয়া : খায়রুল কবির

ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

জুলাই সনদের আলোচনা হারিয়ে গেছে : চরমোনাই পীর

১০

দায়িত্ব ছাড়ার পর ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

১১

ধারাভাষ্যে হিন্দিকে জাতীয় ভাষা বলায় তোপের মুখে সাবেক ভারতীয় কোচ

১২

বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর টানা দ্বিতীয় জয়

১৩

২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত

১৪

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে নয়

১৫

প্রার্থিতা ফিরে পেয়ে ঢাকাস্থ কালিগঞ্জ-আশাশুনিবাসীর সঙ্গে ডা. শহিদুলের মতবিনিময়

১৬

বিএনপির প্রার্থীকে শোকজ

১৭

বিক্ষোভের মধ্যে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

১৮

ভারতে আম্পায়ারিংয়ে শরফদ্দৌলা, যা বলছে বিসিবি

১৯

হজ ফ্লাইট নিয়ে নতুন নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের

২০
X