দৈনিক কালবেলার প্ল্যানিং এডিটর সাংবাদিক এম এম মুসা মিয়ার বাবা এ বি এম আব্দুল হামিদ (৭৩) আর নেই। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন)।
এর আগে গত ২ আগস্ট খুলনার টুটপাড়া নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় নেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বাদ জোহর খুলনার টুটপাড়ায় জানাজা শেষে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
আরও পড়ুন : অনন্তলোকে কবি মোহাম্মদ রফিক
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকতা এ বি এম আব্দুল হামিদ ১৯৫০ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।
তিনি তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
এদিকে, এম এম মুসার বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দৈনিক কালবেলা পরিবার।
মন্তব্য করুন