কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

‘শ্রম শক্তি’র দক্ষতা বাড়াতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ‘শ্রম শক্তি’র কার্যকর দক্ষতা আরও বাড়ানোর লক্ষ্যে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে সিঙ্গাপুর। দেশটি বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে ‘শ্রম শক্তি’-কে দক্ষ করার জন্য বিনিয়োগের পাশাপাশি টেকনিক্যাল সহযোগিতা দিতে চায়।

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো রোববার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনানুষ্ঠানিক এক বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ ব্যক্ত করেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, হাইকমিশনের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

তিনি বলেন, সিঙ্গাপুরের হাই-কমিশনার বিশ্বাস করেন, দুদেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো এবং বিভিন্ন খাতে বিনিয়োগসহ যেসব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে সে সিদ্ধান্তের বিষয়ে তারা মনে করেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সেই সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়। তারা এটাও মনে করেন, একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব না।

বৈঠকের উদ্ধৃতি দিয়ে আমীর খসরু মাহমুদ বলেন, দক্ষ শ্রমশক্তি কীভাবে আমরা সেখানে (সিঙ্গাপুরে) পাঠাতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরে প্রচুর নার্স দরকার, অন্যান্য ক্ষেত্রেও স্কিল ওয়ার্কার নিতে তাদের উৎসাহ আছে। আমাদের শ্রম শক্তিকে আরও দক্ষ করার জন্য সিঙ্গাপুর বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে বিনিয়োগ করতে চায়, টেকনিক্যাল সহযোগিতা দিতে চায়।

তিনি জানান, সিঙ্গাপুর বন্দর ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। তাই তারা আমাদের দেশের বন্দরগুলোকে কার্যকরভাবে বিশ্বমানের বন্দর হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে।

এ ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, জাহাজ নির্মাণ শিল্পেও সিঙ্গাপুর সহযোগিতা করতে চায়। এনার্জি ও ফাইন্যান্সিয়াল সেক্টরেও তারা কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় কোন বোর্ড এগিয়ে, পিছিয়ে যে বোর্ড

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য 

‘জীবনের প্রথম ভোট, খুবই ভালো লাগছে’

এইচএসসিতে জিপিএ ৫-এর সংখ্যা কমলো অর্ধেকেরও বেশি

তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত

ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী

‘যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে তা কষ্ট দেয়'

সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১০

চুলা তৈরির সময় মাটি খুঁড়ে পাওয়া গেল ৭১ রাউন্ড গুলি

১১

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

১২

যমুনা ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদন

১৩

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

১৪

অবশেষে সুলাইমানিয়ার আকাশপথ খুলে দিল তুরস্ক 

১৫

বাস কাউন্টারে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

১৬

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৭

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৮

ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ আবার খুলে দেওয়া হয়েছে

১৯

চাঁপাইনবাবগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

২০
X