কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকদের বৈষম্যমূলক বদলির আদেশ বাতিল করতে হবে : ড্যাব

ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ড্যাবের লোগো। ছবি : সংগৃহীত

ডা. মো. জাভেদ হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দানকারী চিকিৎসকদের শাস্তিমূলক বদলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। আগামী ৭ দিনের মধ্যে শাস্তিমূলক বদলির আদেশ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১১ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম যৌথ বিবৃতিতে বলেন, জুলাই-অগাস্ট বিপ্লবে আহতদের চিকিৎসা সেবাদানকারী চিকিৎসকদের প্রতি পুনরায় বৈষম্যমূলক আচরণ ও শাস্তিমূলক বদলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে দীর্ঘ সাড়ে ১৫ বছর অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা। গত জুলাই-অগাস্টে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে ফুঁসে উঠে এদেশের ছাত্র-জনতা, সংঘটিত হয় বিপ্লব। বিপ্লব চলাকালে মুক্তিকামী ছাত্র-জনতার উপর আগ্রাসী হয়ে স্বৈরাচার হাসিনার সরকার রক্তের হোলি খেলায় মত্ত হয়। প্রায় ২ হাজার ছাত্র-জনতা ফ্যাসিস্টের হাতে নিহত হয়, আহত হয় অর্ধ লক্ষাধিক মানুষ। বিপুল সংখ্যক আহত ছাত্র-জনতাকে চিকিৎসা সেবা প্রদান করে বৈষম্যের শিকার হওয়া চিকিৎসকরা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই, আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দানকারী ডা. মো. জাভেদ হোসেনকে গত রোববার স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। আমরা এই বৈষম্যমূলক ও শাস্তিমূলক বদলির অর্ডার অবিলম্বে বাতিল করার জোর দাবি জানাচ্ছি।

ড্যাব নেতৃদ্বয় বলেন, ইতোপূর্বে স্বৈরাচারের দোসর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. রোবেদ আমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিপ্তে বৈষম্য বিরোধী আন্দোলনে চিকিৎসাসেবা দানকারী ডা. মো. ফারুক হোসেন, ডা. মো. মাহবুব আরেফীন রেজানুর, ডা. আশরাফীসহ চারজন চিকিৎসককে শাস্তিমূলক বদলি করা হয়েছিল, যা বৈমষ্যবিরোধী আন্দোলনের মূলমন্ত্রের পরিপন্থী। স্বয়ং স্বাস্থ্য উপদেষ্টা সেই ৪ জন চিকিৎসকের শাস্তিমূলক বদলির আদেশ বাতিলের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। বিপ্লবকালে যখন আওয়ামীপন্থি স্বাচিপের চিকিৎসকবৃন্দ চিকিৎসাসেবায় বাধা প্রদান করেছিল, তখন আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে চিকিৎসাসেবা প্রদান করেছিলেন বৈষম্যের শিকার ডা. মো. জাভেদ হোসেন, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর, ডা. আশরাফী প্রমুখ।

আন্দোলনে চিকিৎসা সেবাদানকারী চিকিৎসকদের শাস্তিমূলক বদলি করায় স্বাস্থ্য সেবায় সংশ্লিষ্টদের মাঝে এই প্রশ্নের উদয় হয়েছে যে, ‘কার বা কাদের অদৃশ্য ইশারায় এরূপ গর্হিত, নিন্দনীয় শাস্তিমূলক বদলির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে?’ তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর বৈষম্যের শিকার হওয়া ডা. মো. জাভেদ হোসেনসহ চিকিৎসকদের প্রতি করা বৈষম্যমূলক বদলির আদেশ আগামী ৭ দিনের মধ্যে বাতিল করে তাদেরকে তাদের কাঙ্ক্ষিত কর্মস্থলে পদায়ন করতে হবে। এ ছাড়াও স্বৈরাচারের দোসর যাদের পদায়ন করা হয়েছে তাদের পদায়ন বাতিল করে জুলাই বিপ্লবের গণহত্যায় মদদদাতা হিসেবে শাস্তির আওতায় আনতে হবে। যদি আগামী ৭ দিনের মধ্যে শাস্তিমূলক বদলীর আদেশ বাতিল ও স্বৈরাচারের দোসরদের পদায়ন বাতিল করে শাস্তির ব্যবস্থা করা না হয়, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। জুলাই বিপ্লবের গর্বিত অংশীদার চিকিৎসকরা পুনঃবৈষম্যের হাত থেকে মুক্তি পেতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের ওপর ওঠেও রক্ষা পেল না যুবক

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট

শান্তিতে নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের ‘বিস্ফোরক’ মন্তব্য

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

টানা ৩ দিন ৪ ঘণ্টার কম ঘুমালে কী হতে পারে, জানেন?

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

১০

বিশ্ব ডিম দিবস আজ

১১

ছুটির দিনেও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

১২

দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল বিচ ক্রিকেট 

১৩

আ.লীগ নেতা তাজুল ইসলাম তাজ গ্রেপ্তার

১৪

নিউজিল্যান্ড ম্যাচের আগে সুখবর পেল বাংলাদেশ

১৫

ক্যাবরেরা নিয়ে সমালোচনার ঝড়, বাফুফে সভাপতির সংযত প্রতিক্রিয়া

১৬

বিয়ে করে বিপাকে সারা খান

১৭

বন্ধ হলো শরৎ উৎসব

১৮

‘আয়নাঘর’ ফেরত সাভারের তিন ভুক্তভোগী যাচ্ছেন ট্রাইব্যুনালে

১৯

পীরগাছায় এক মাসে ১২ ট্রান্সফরমার চুরি, ক্ষতি ১০ লাখ টাকা

২০
X