

ফেনীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ১ হাজার রোগী পেলেন ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
ড্যাব সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী-১ সংসদীয় আসনের ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক উপ-সম্পাদক ডা. পারভেজ রেজা কানন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, ডা. আবু নাসের, সহসাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন ভূঞা প্রমুখ।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল জানান, ঢাকা-চট্টগ্রাম থেকে দেশের চিকিৎসকরা এ ক্যাম্পে উপস্থিত হয়ে ফ্রি ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে। ক্যাম্প সহকারী অধ্যাপক ডা. নাজমুল হক মুন্না, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমি, ডা. আদনান আহমেদ, ডা. হাসিনা আক্তার সপ্না, ডা. খালেদ মাহমুদ টিপু, ডা. সোহরাব হোসেন তানভীর, ডা. সিকান্দার আবু জাফর, ডা. আবু তাহের স্বপন, ডা. আশিকুর রহমান মন্ডল, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. সাজ্জাদ হোসেনসহ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীর সনামধন্য চিকিৎসকরা এতে চিকিৎসাসেবা প্রদান করেন।
সংগঠনের সভাপতি ডা. আবদুল্লাহ আল মামুন জানান, ফেনী জেলায় ৫টি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার নিজ নির্বাচনী এলাকা থেকে ২৩ ডিসেম্বর এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মন্তব্য করুন