

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনটির নেতারা এই ফুলেল শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, সহ-সভাপতি ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দীপু, সহ-সভাপতি ও মহান বিজয় দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ডা. রুস্তুম আলী মধু, সহ-সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিক, ডা. শহিদুল ইসলাম বাবুল, যুগ্ম মহাসচিব ডা. শেখ ফরহাদ, ডা. শামসুল আলম, ডা. মনোয়ারুল কাদির বিটু, যুগ্ম মহাসচিব ও উদযাপন উপকমিটির সদস্য সচিব ডা. মুহাম্মদ জাফর ইকবাল।
এ ছাড়া ডা. রাহাত, ডা. ফারুক আহমেদ, ডা. আতিকুর রহমান সুজন, ডা. সোহেল, ডা. ফরহাদ হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. সাজিদ ইমতিয়াজ, ডা. সায়েম মনোয়ার, ডা. গালিব, ডা. রাকিবুল ইসলাম আকাশ, ডা. বশীর আহমেদ, ডা. সালেহীন, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. রেদোয়ান ফেরদৌস, ডা. মোহাম্মদ মশিউর রহমান কাজল, ডা. শাহনেওয়াজ দেওয়ান, ডা. সাইদ মাহমুদ তমাল, ডা. কামরুজ্জামান কাঞ্চন, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও সহ-দপ্তর সম্পাদক ডা. কনক, ডা ইষাদ, ডা. ওমর ফারুক, ডা. দেলোয়ার হোসেন টিটু, ডা. আলামিন, ডা. মিসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন