কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

৩ শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এলো মোল্লা কলেজ কর্তৃপক্ষ

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালানোর পর। ছবি : সংগৃহীত
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালানোর পর। ছবি : সংগৃহীত

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় ৩ শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এসেছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে নৃশংস হামলা ও লুটপাটের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছে যে, আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য কলেজের ছাত্র, বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে কলেজ ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

প্রাথমিকভাবে জানা যায়, এ হামলায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের কিছু ছাত্র নামধারী ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশই শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা আমাদের গুরুত্বপূর্ণ নথিপত্র, সম্পদ ও শিক্ষার্থীদের সার্টিফিকেট, ব্যক্তিগত মালামাল লুট করেছে। এ ছাড়া কলেজ ভবনের ব্যাপক ক্ষতিসাধন করে তারা অধ্যক্ষের কার্যলয়সহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। এতে আনুমানিক প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। পাশাপাশি একই ভবনে অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা ইনন্সিটিউট অব সায়েন্স আন্ড টেকনোলজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কলেজ কর্তৃপক্ষ বারবার প্রশাসনের স্থানীয় ও সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতার আবেদন করলেও এ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ অবস্থায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।

হামলার প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান; শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কলেজে নিরাপত্তা ব্যবস্থা জোরদার; লুটকৃত সম্পদ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত নথি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আহ্বান জানান কলেজ কর্তৃপক্ষ । একই সঙ্গে সব শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ধৈর্য ও সংহতি বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানন।

এর আগে বিকালে মোল্লা কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩ শিক্ষার্থী নিহতের দাবি করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন কালবেলাকে জানান, আমাদের আগের বিজ্ঞপ্তিতে সঠিক তথ্য ছিল না, অফিসিয়াল পেজ থেকে যেটা দিয়েছি এটা সঠিক। ৩ শিক্ষার্থী নিহতের তথ্য এখনো পাইনি। এজন্য আমরা কারেকশন করে নতুন বিজ্ঞপ্তি দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে ‘ঘুষ’, বারে আইনজীবীর সদস্যপদ স্থগিত

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

শিক্ষককে ছুরি মারা সেই ছাত্রী এখন শিশু উন্নয়ন কেন্দ্রে

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি, কর্মকর্তা বরখাস্ত

নির্বাচনে সেনাবাহিনীর প্রাসঙ্গিকতা

আগামী সরকারে থাকবেন কিনা জানালেন ড. ইউনূস

বাঁশের পাতার নিচে মিলল ৩৭ হাজার ঘনফুট সাদাপাথর

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

‘সবার উপরে ভাত’ নাটকের কোটি ভিউজ উদযাপন

‘এক পায়ে পাড়া দিয়ে, আরেক পা টেনে ছিঁড়ে ফেলবো’

১০

সিলেটে পাথর লুটে জড়িত ৪২ জনের নাম প্রকাশ

১১

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৃতীয় হার

১২

নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের সমর্থন ও সহযোগিতা চাইলেন তারেক রহমান

১৩

পাচার হওয়া অর্থ ফেরত আনতে কত বছর লাগবে, জানালেন প্রেস সচিব

১৪

স্বেচ্ছায় চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের ৬ কর্মকর্তা

১৫

চাকরি দিচ্ছে এসিআই, আবেদন করুন এখনই

১৬

কালুখালী জংশনে থামবে বেনাপোল এক্সপ্রেস, স্থানীয়রা উচ্ছ্বসিত 

১৭

হচ্ছে না ‘রাউডি রাঠোর ২’

১৮

তামিমের বিয়ে নিয়ে বিভ্রান্তি, মজা করলেন শান্ত

১৯

টেলিকম প্রতিষ্ঠানকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারির গোমর ফাঁস

২০
X