কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্ধারিত সময়ের মধ্যেই শ্রম সংস্কার সুপারিশ প্রণয়ন করতে পারব’

শ্রম সংস্কার কমিশনের সঙ্গে শ্রম অধিকার, মানবাধিকার ও নারী অধিকার সংগঠনসমূহের নেতাদের মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
শ্রম সংস্কার কমিশনের সঙ্গে শ্রম অধিকার, মানবাধিকার ও নারী অধিকার সংগঠনসমূহের নেতাদের মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

শ্রম সংস্কার কমিশন প্রধান সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সুপারিশ প্রণয়ন করতে পারব। তিনি সকলকে তাদের লিখিত মতামত ৩০ ডিসেম্বরের মধ্যে কমিশনে জমা দেয়ার জন্য অনুরোধ জানান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে শ্রম ভবনে শ্রম সংস্কার কমিশনের সঙ্গে শ্রম অধিকার, মানবাধিকার ও নারী অধিকার সংগঠনসমূহের নেতাদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ড. মাহফুজুল হক, শাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, অ্যাডভোকেট এ কে এম নাসিম, চৌধুরী আশিকুল আলম, রাজেকুজ্জামান রতন, অনন্য রায়হান, আরিফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন নারী গ্রন্থ প্রবর্তনার সীমা দাস শিমু, নারীর সংহতির রেবেকা নীলা, ডেমোক্রেসি ওয়াচের সানজিদা লিপি, বিলস থেকে কোহিনূর মাহমুদ ও নাজমা আক্তার সহ অনেকে।

সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের সুপারিশগুলো মৌখিক ভাবে জানান এবং তার প্রয়োজনীয়তা বর্ণনা করেন। তাদের বিভিন্ন সুপারিশের মধ্যে নারীর মাতৃত্বকালীন ছুটি, কর্মজীবী নারী শ্রমিকের জন্য পর্যাপ্ত ডে কেয়ার, যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, শ্রমিকের ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তা, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা, শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা, যৌন কর্মীদের অধিকার প্রতিষ্ঠার কথা, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের ডেটাবেজ তৈরির কথা প্রভৃতি। অনেক ক্ষেত্রে আইন থাকা সত্ত্বেও আইনের বাস্তবায়নের অভাবের কথাও জানান তারা।

রাজেকুজ্জামান রতন বর্তমান শ্রম আইনের প্রবর্তন আর সংশোধনের ইতিহাসের কথা তুলে ধরে বলেন, সুপারিশ অনেক আসতেই পারে তবে তার বাস্তবায়ন নির্ভর করবে আমাদের আন্দোলনের জোড়ের উপর।

ট্রেড ইউনিয়ন কর্মী কোহিনূর মাহমুদ বলেন, সরকার যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, কমিশনের সুপারিশ যেন শুধু কাগজ কলমেই না থাকে, শ্রম আইনে যেন এই সুপারিশের প্রতিফলন থাকে। সকলেই এই সুপারিশের বাস্তবায়ন দেখতে চান এবং এই সুপারিশ বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের।

কমিশন প্রধান সুলতান উদ্দিন আহম্মদ সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, মাঠপর্যায়ের শ্রমিকদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরার জন্যই আজকে তাদের সঙ্গে এই সভা। সবার মতামত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সহযোগি সংগঠনের সংখ্যা অনেক বেশি, তাই আমরা বিশ্বাস করি আমরা সঠিক সময়ের মধ্যেই আমাদের সুপারিশ প্রণয়ন করতে পারবো।

তিনি সকলকে তাদের লিখিত মতামত ৩০ তারিখের দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন, আমাদের কমিশনের সংস্কার প্রতিবেদনে মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন অবশ্যই ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ২ শতাধিক সাংবাদিক নিহত, জাতিসংঘের সতর্কতা জারি

সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী

বুটেক্সের হলে থামেনি চুরির ঘটনা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ছুটির দিনেও ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

সিলেট হয়ে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

কাতার গেলেন সেনাপ্রধান

সংবিধান বানায় শাসকরা, গঠনতন্ত্র জনগণ : ফরহাদ মজহার

সৌদি আরবকে ভয়ংকর এআইএম-১২০ দিচ্ছে যুক্তরাষ্ট্র

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যেতে পারে পাকিস্তান

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

১০

গাজায় আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১১

স্থবির পরমাণু আলোচনা, কী বলছে ইরান

১২

সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালাল ইসরায়েল

১৩

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

১৪

রাবিতে স্ক্যাবিসের প্রকোপ, আক্রান্ত ২০০ শিক্ষার্থী

১৫

নাটোরে ১৮ বছরের না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু

১৬

০৩ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

০৩ মে : টিভিতে আজকের খেলা

১৯

০৩ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X