বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্ধারিত সময়ের মধ্যেই শ্রম সংস্কার সুপারিশ প্রণয়ন করতে পারব’

শ্রম সংস্কার কমিশনের সঙ্গে শ্রম অধিকার, মানবাধিকার ও নারী অধিকার সংগঠনসমূহের নেতাদের মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
শ্রম সংস্কার কমিশনের সঙ্গে শ্রম অধিকার, মানবাধিকার ও নারী অধিকার সংগঠনসমূহের নেতাদের মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

শ্রম সংস্কার কমিশন প্রধান সুলতান উদ্দিন আহম্মদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সুপারিশ প্রণয়ন করতে পারব। তিনি সকলকে তাদের লিখিত মতামত ৩০ ডিসেম্বরের মধ্যে কমিশনে জমা দেয়ার জন্য অনুরোধ জানান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে শ্রম ভবনে শ্রম সংস্কার কমিশনের সঙ্গে শ্রম অধিকার, মানবাধিকার ও নারী অধিকার সংগঠনসমূহের নেতাদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ড. মাহফুজুল হক, শাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, অ্যাডভোকেট এ কে এম নাসিম, চৌধুরী আশিকুল আলম, রাজেকুজ্জামান রতন, অনন্য রায়হান, আরিফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন নারী গ্রন্থ প্রবর্তনার সীমা দাস শিমু, নারীর সংহতির রেবেকা নীলা, ডেমোক্রেসি ওয়াচের সানজিদা লিপি, বিলস থেকে কোহিনূর মাহমুদ ও নাজমা আক্তার সহ অনেকে।

সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের সুপারিশগুলো মৌখিক ভাবে জানান এবং তার প্রয়োজনীয়তা বর্ণনা করেন। তাদের বিভিন্ন সুপারিশের মধ্যে নারীর মাতৃত্বকালীন ছুটি, কর্মজীবী নারী শ্রমিকের জন্য পর্যাপ্ত ডে কেয়ার, যৌন নিপীড়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, শ্রমিকের ন্যায়বিচার প্রাপ্তির নিশ্চয়তা, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা, শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা, যৌন কর্মীদের অধিকার প্রতিষ্ঠার কথা, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের ডেটাবেজ তৈরির কথা প্রভৃতি। অনেক ক্ষেত্রে আইন থাকা সত্ত্বেও আইনের বাস্তবায়নের অভাবের কথাও জানান তারা।

রাজেকুজ্জামান রতন বর্তমান শ্রম আইনের প্রবর্তন আর সংশোধনের ইতিহাসের কথা তুলে ধরে বলেন, সুপারিশ অনেক আসতেই পারে তবে তার বাস্তবায়ন নির্ভর করবে আমাদের আন্দোলনের জোড়ের উপর।

ট্রেড ইউনিয়ন কর্মী কোহিনূর মাহমুদ বলেন, সরকার যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে, কমিশনের সুপারিশ যেন শুধু কাগজ কলমেই না থাকে, শ্রম আইনে যেন এই সুপারিশের প্রতিফলন থাকে। সকলেই এই সুপারিশের বাস্তবায়ন দেখতে চান এবং এই সুপারিশ বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের।

কমিশন প্রধান সুলতান উদ্দিন আহম্মদ সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, মাঠপর্যায়ের শ্রমিকদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরার জন্যই আজকে তাদের সঙ্গে এই সভা। সবার মতামত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সহযোগি সংগঠনের সংখ্যা অনেক বেশি, তাই আমরা বিশ্বাস করি আমরা সঠিক সময়ের মধ্যেই আমাদের সুপারিশ প্রণয়ন করতে পারবো।

তিনি সকলকে তাদের লিখিত মতামত ৩০ তারিখের দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন, আমাদের কমিশনের সংস্কার প্রতিবেদনে মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন অবশ্যই ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১০

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১১

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১২

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৩

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৪

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৫

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৬

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৭

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৮

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১৯

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

২০
X