বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

বুটেক্সের হলে থামেনি চুরির ঘটনা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বুটেক্সের শহীদ আজিজ হলের ফটক। ছবি : কালবেলা
বুটেক্সের শহীদ আজিজ হলের ফটক। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে চুরির ঘটনা এখনও থামেনি। গত বছর হলগুলোতে বেশ কিছু ঘটনার পর এ বছরও ঘটে চুরির ঘটনা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শহীদ আজিজ হল থেকে মোবাইল চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে।

হলের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল শহীদ আজিজ হলের ২১৩নং রুম থেকে ফোন চুরির ঘটনা ঘটে। সেদিন সকালে এক শিক্ষার্থী ক্লাস শেষে হলে ফিরে বিশ্রাম নিচ্ছিলো, কিছুক্ষণ পর রুমমেটের ডাকে জেগে উঠে দেখে নিজের মোবাইল ফোনটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে অন্য একটি ফোন থেকে কল দিলে ফোন বন্ধ পায়। ঘটনাটি জানাজানি হলে দ্রুত প্রভোস্ট কক্ষে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়া হয়, কিন্তু দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় ফুটেজ পাওয়া যায়নি। পরবর্তীতে জানা যায়, ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কোনো রেকর্ডই সংরক্ষিত নেই।

উল্লেখ্য, ঐদিন উক্ত সময়ে একজন পরিচ্ছন্নতাকর্মী (নতুন নিয়োগপ্রাপ্ত) ওয়াশরুম পরিষ্কার করেন। পরবর্তীতে উনাকে জিজ্ঞাসাবাদ করলে উনি অস্বীকার করেন ফোন চুরির বিষয়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধী ধরা পড়েনি এবং চুরি হওয়া ফোন উদ্ধার হয়নি। শিক্ষার্থীদের নিজ কক্ষ থেকে ফোন হারিয়ে গেছে, যা নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

শিক্ষার্থীরা জানায়, হলের মতো একটি সংবেদনশীল জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়বে, যা তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা না দিতে পারায় এমনটি ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

নিজের ফোন হারানোর ঘটনা নিয়ে ৪৯তম ব্যাচের শিক্ষার্থী প্রান্ত রায় বলেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো ফোনটি আমার পরিবার অনেক কষ্ট করে কিনে দিয়েছিলো। মধ্যবিত্ত পরিবারে প্রতিটি খরচই যেখানে ভাবনা-সাপেক্ষ সেখানে এটি শুধু প্রয়োজন নয় বরং পরিবারের ত্যাগের প্রতীক। হলের রুম যা আমি সবচেয়ে নিরাপদ জায়গা মনে করতাম, সেখানে এভাবে চুরির ঘটনা আর হল প্রশাসনের অব্যবস্থাপনা আমাকে চরমভাবে হতাশ করেছে। এমন নিরাপত্তাহীন পরিবেশে একজন শিক্ষার্থীর পক্ষে মানসিকভাবে সুস্থ থাকা কঠিন। যদি এই উদাসীনতা চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে হলে থাকা নিয়েই শঙ্কা দেখা দেবে আর সেটার দায় প্রশাসনকেই নিতে হবে।

৪৮তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ বলেন, এর আগে শিক্ষার্থী উৎসব পালসহ আমাদের হলের শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনার পরেও হল প্রশাসন থেকে উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হলে নিরাপত্তা জোরদার করতে আনসার নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ৫ মাসে তা বাস্তবায়ন হয়নি। যা আসলেই দুঃখজনক ও উদ্বেগের বিষয়। হলে একাধিক সিসিটিভি ক্যামেরা থাকলেও বেশিরভাগ সময়ই সেগুলো থাকে অচল। যার ফলস্বরূপ হল থেকে বিগত দিনে শিক্ষার্থীর রুম থেকে ফোন চুরির মতো ঘটনা ঘটে। এছাড়াও কোনো রকমের বাধা ছাড়াই বহিরাগতদের প্রবেশ আজিজ হলের নিত্যদিনের ঘটনা।

একই ব্যাচের আরেক শিক্ষার্থী ফাহাদ হোসেন ইমন বলেন, শহীদ আজিজ হলে মোবাইল ফোন চুরি কোনো নতুন ঘটনা নয়। ৪৮তম ব্যাচ গণরুমে থাকা অবস্থাতেও একবার ফোন চুরি হয়েছিল। তখনও আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি কর্তৃপক্ষ থেকে। কিছুদিন আগে ৪৯তম ব্যাচের প্রান্ত’র ফোন চুরি হলো। কিন্তু এখন পর্যন্ত সেই ফোনের কোনো আপডেট আমরা হল কর্তৃপক্ষ থেকে পেলাম না। এটা অবশ্যই দায়িত্বরত কর্মকর্তাদের ব্যর্থতা! তাছাড়া হলের গেইট দিয়ে বহিরাগত মানুষের আসা-যাওয়া লেগেই থাকে। কিন্তু গেটে কর্মরত ব্যক্তি এগুলা টেরই পায় না মনে হয়। এই সবকিছু তদারকির দায়িত্বে থাকা নাছির সাহেবকে হলেই দেখা যায় না। মন খুশি মত আসে আর যায়। হলে উনার কাজটা কি সেটা বুঝতে পারলাম না এখন পর্যন্ত। এভাবে আর কত! হলে বসবাসরত ছাত্ররা খুব দ্রুত এর একটা যথাযথ সমাধান চায়। আমরা পড়তে এসেছি, নিরাপত্তার জন্য যুদ্ধ করতে না।

এ বিষয়ে শহীদ আজিজ হলের প্রশাসনিক কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, হলের সিসিটিভি ফুটেজের নিয়ন্ত্রণ প্রভোস্ট টিমের অধীনে, প্রশাসনিক কারো কাছে নেই। সিসিটিভি ফুটেজের পাসওয়ার্ডও আমাদের কাছে নেই এবং এটার দায়িত্ব আমাদের কাউকে দেওয়া হয় না। আমি এই কাজ বুঝি না এবং এটি আমার দায়িত্বও না। আর সিসিটিভি ফুটেজ ৯ হতে ১৫ এপ্রিল পর্যন্ত না থাকার কারণ হলো ঐ সময় প্রভোস্ট রুমে সংস্কার কাজ চলছিল, ফলে মনিটার পাশের রুমে সরানো হয়েছিল। সিসিটিভি বক্স ঐ রুমে ছিল এবং প্রভোস্ট ফোনের মাধ্যমে সরাসরি এটা দেখে। সিসিটিভি ক্যামেরা সচল আছে কি না সেটা আগে আমরা মনিটার দেখে বুঝতাম আর এটা ছাড়া আমাদের বুঝার কোনো পথ নেই। যেহেতু মিস্ত্রিরা কাজ করছিল হয়ত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে সেসময়ের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সিসিটিভির তাৎক্ষণিক কোনো সমস্যা হলে বাইরে থেকে লোক আনতে হয়। আমাদের হলে এই কাজের দক্ষ কর্মী নেই যে রেকর্ডিং হচ্ছে কিনা এই বিষয়টা বুঝবে। আমাদের হলে যে পরিমাণ সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো দিয়ে পুরো হল কাভার হয় না এবং হার্ডডিস্কটি ছোট যা কিছুদিন পরপরই নষ্ট হয়ে যায়।

হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইমদাদ সরকার বলেন, এই ঘটনায় তেজগাঁও থানায় জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। প্রভোস্ট রুমের সংস্কার কাজ করার সময় সিসি ক্যামেরার সংযোগ সম্ভবত বন্ধ করে ফেলে, তাই ঘটনার সময়ের ফুটেজ নেই। আর আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কত শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে তার সঠিক কোনো নীতিমালা নেই। এই বিষয়ে আমাদের প্রভোস্ট টিমকে বসে সিদ্ধান্ত নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ দিন যেসব জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে

রাশিয়ার সমর্থন পাবে আফগানিস্তান, নিশানায় কে?

ঢাবিতে ফ্রেন্ডশিপ একাডেমির বিশেষ কোর্স চালু

রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ফ্যাসিস্ট চিহ্নিত করতে কমিটি গঠন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে : মুরাদ

যারা সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা গণতন্ত্রের বন্ধু না : মঈন খান

এনবিআর পৃথকীকরণের খসড়া অধ্যাদেশ বাতিল চান আয়কর কর্মকর্তারা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, লাইভে চালানো হয় জুয়া

ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের স্বপ্ন চূর্ণ হবে : স্বপন

যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম

১০

রিমার্কের ভূয়সী প্রশংসা শিল্প সচিবের

১১

ক্ষমা চেয়ে দল ছাড়লেন আ.লীগ নেতা

১২

সংস্কারের নামে নির্বাচন বন্ধ রাখার অর্থই হয় না : টুকু

১৩

আরচারি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

১৪

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে : আমিনুল হক

১৫

পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৬

ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা? যা বললেন বিসিবি সভাপতি

১৭

নোয়াখালীতে যাচ্ছিল অস্ত্রের চালান, জব্দ চট্টগ্রামে

১৮

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসুন : বুলবুল 

১৯

‘পলাতক মালিকদের ধরতে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে’

২০
X