কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক আ. ছালাম খান

আ. ছালাম খান। ছবি : সংগৃহীত
আ. ছালাম খান। ছবি : সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন আ. ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ)।

রোববার (২২ ডিসেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও প্রধান কার্যালয়ে তিনি যোগদান করেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের (অতিরিক্ত সচিব) স্থলাভিষিক্ত হলেন। মধ্যবর্তী এ সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খান ১৮তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। সর্বশেষ তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সেখান থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করেন। এ ছাড়া মুর্শিদাবাদের সারুলিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে ইফতাহ সম্পন্ন করেন।

তিনি চাকরি জীবনে সহকারী জজ হিসেবে ফরিদপুর জেলা থেকে কর্মজীবন শুরু করেন। এ ছাড়া নোয়াখালী, নড়াইল, যশোর, বাগেরহাট, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর জেলায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। সর্বশেষ খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। চাকরি জীবনে সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আ. ছালাম খান রাষ্ট্রীয় কাজে সৌদি আরব, ভারত, কুয়েতসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন। তার নিজ জেলা মাদারীপুর। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার কন্যা তাসমিন খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষে অধ্যয়নরত। তার স্ত্রী জাহানারা বেগম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে অবসরগ্রহণ করেছেন।

এদিকে রোববার সকাল ১০টায় নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন। এ ছাড়া আজ বিকেল ৩টায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আবারও সংঘাত, সীমান্তে গোলাগুলি

এক রাতে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা

ট্রাম্পের নোবেল না পাওয়ার কারণ জানাল শান্তি কমিটি

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

ডিএমপির ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে : কফিল উদ্দিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত নজরুল / ‘যদি ফোন বন্ধ থাকে, ধরে নিও আমি বেঁচে নেই’

টাইফয়েড টিকা নিয়ে জরুরি ৫ প্রশ্নের সমাধান

টি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদ

১০

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে যা বললেন আসিফ নজরুল 

১১

দেশের এমবিবিএস শিক্ষায় সাইকিয়াট্রির গুরুত্ব কেন এত কম

১২

ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

১৩

খাওয়া-দাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

১৪

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

১৫

হলি রোজারি চার্চে বোমা হামলার ঘটনায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নিন্দা 

১৬

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?

১৭

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

১৮

জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না : আমান

১৯

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

২০
X