কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মহাসম্মেলনের ঘোষণা খতমে নবুওয়ত বাংলাদেশের

খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকায় মহাসম্মেলনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী (পীর সাহেব ছারছিনা)।

বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বর্তমান সভাপতি শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী নিজের বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির জন্য মহাসচিবসহ নির্বাহী কমিটির দায়িত্বশীলদের বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। তার অপারগতার বিষয় বিবেচনা করে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে তার আবেদন গ্রহণ করার জন্য বলেন।

শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে তার স্থলে সংগঠনের সিনিয়র সহসভাপতি শায়েখ সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করতে লিখিত প্রস্তাব করেছেন। তার প্রস্তাবের ভিত্তিতে বৈঠকে উপস্থিত নেতাদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সিনিয়র সহসভাপতি সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আরেক সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে নির্বাহী সভাপতি মনোনীত হোন।

বৈঠকে আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব চত্বরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে- ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ এর আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে দাওয়াত গ্রহণ করেছেন, ফিলিস্তিনের মসজিদুল আকসার সম্মানিত ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। তার আগমনকে কেন্দ্র করেই মহাসম্মেলনের পূর্ব নির্ধারিত তারিখ (১৮ জানুয়ারি) পরিবর্তন করে জানুয়ারি মাসের ৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আগত মহাসম্মেলন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সব জেলা, উপজেলা, থানা ও মহানগরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মহাসচিব দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং আপামর তৌহিদী জনতাকে ঈমানি দায়িত্ব হিসেবে আসন্ন ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ এ- স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তা সফল ও স্বার্থক করার উদাত্ত্ব আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, শিব্বির আহমদ কাসেমী, হাবিবুল্লাহ মিয়াজি, মুজিবুর রহমান হামিদি, সহকারী মহাসচিব এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক আশিকুল্লাহ, প্রচার সম্পাদক রাশেদ বিন নুর, সহকারী প্রচার সম্পাদক আফসার মাহমুদ, মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি আল আমিন ফয়জী, মাহবুবুল আলম, নুর মুহাম্মদ আজিজি, আব্দুর রশীদ, মুমিনুল ইসলাম, তৈয়ব আহমাদ, মোরশেদ বিন নুর, সানাউল্লাহ আমিনী, বাকী বিল্লাহ, মাহমুদুল হাসান নোমান, আ স ম আল আমিন, মনিরুজ্জামান সাভার জোন, জুবাইর মাহমুদসহ প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

লেবাননে আবারও ইসরায়েলি হামলা

সাতক্ষীরা-৩ / আশ্বাস পেয়ে গণসংযোগে ব্যস্ত ডা. শহিদুল আলম

বিএনপির সাথে বৈঠক / খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

বরিশালের ৬টি আসনে এনসিপির মনোনয়ন চান ১১ জন, তিনটিতে একক প্রার্থী

১০

কতজন প্রবাসী পোস্টাল ব্যালটের নিবন্ধন করেছেন জানাল ইসি

১১

জামায়াত নেতার বিতর্কিত বক্তব্যের নিন্দা এনসিপির

১২

ভূমিকম্পের সময় কী করা উচিত, জানাল ফায়ার সার্ভিস

১৩

নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান

১৪

বিএনপি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে : আমীর খসরু

১৫

এমপি হলে সৎপথে ব্যবসার লাইন দেখিয়ে দেব : আজহারুল ইসলাম মান্নান

১৬

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

১৭

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

১৮

ইসলামবিরোধী আইন মেনে নেওয়া হবে না : মাওলানা রাব্বানী

১৯

বাবার ঋণের দায়ে ছেলেকে অপহরণ, স্বপ্নভঙ্গ পরীক্ষার্থীর

২০
X