কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মহাসম্মেলনের ঘোষণা খতমে নবুওয়ত বাংলাদেশের

খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকায় মহাসম্মেলনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী (পীর সাহেব ছারছিনা)।

বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বর্তমান সভাপতি শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী নিজের বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির জন্য মহাসচিবসহ নির্বাহী কমিটির দায়িত্বশীলদের বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। তার অপারগতার বিষয় বিবেচনা করে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে তার আবেদন গ্রহণ করার জন্য বলেন।

শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে তার স্থলে সংগঠনের সিনিয়র সহসভাপতি শায়েখ সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করতে লিখিত প্রস্তাব করেছেন। তার প্রস্তাবের ভিত্তিতে বৈঠকে উপস্থিত নেতাদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সিনিয়র সহসভাপতি সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আরেক সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে নির্বাহী সভাপতি মনোনীত হোন।

বৈঠকে আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব চত্বরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে- ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ এর আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে দাওয়াত গ্রহণ করেছেন, ফিলিস্তিনের মসজিদুল আকসার সম্মানিত ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। তার আগমনকে কেন্দ্র করেই মহাসম্মেলনের পূর্ব নির্ধারিত তারিখ (১৮ জানুয়ারি) পরিবর্তন করে জানুয়ারি মাসের ৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আগত মহাসম্মেলন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সব জেলা, উপজেলা, থানা ও মহানগরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় মহাসচিব দেশের সর্বস্তরের উলামায়ে কেরাম এবং আপামর তৌহিদী জনতাকে ঈমানি দায়িত্ব হিসেবে আসন্ন ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ এ- স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তা সফল ও স্বার্থক করার উদাত্ত্ব আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, শিব্বির আহমদ কাসেমী, হাবিবুল্লাহ মিয়াজি, মুজিবুর রহমান হামিদি, সহকারী মহাসচিব এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক আশিকুল্লাহ, প্রচার সম্পাদক রাশেদ বিন নুর, সহকারী প্রচার সম্পাদক আফসার মাহমুদ, মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি আল আমিন ফয়জী, মাহবুবুল আলম, নুর মুহাম্মদ আজিজি, আব্দুর রশীদ, মুমিনুল ইসলাম, তৈয়ব আহমাদ, মোরশেদ বিন নুর, সানাউল্লাহ আমিনী, বাকী বিল্লাহ, মাহমুদুল হাসান নোমান, আ স ম আল আমিন, মনিরুজ্জামান সাভার জোন, জুবাইর মাহমুদসহ প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ, টিকিটের মূল্য প্রকাশ

‘শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি’

ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

ট্রাম্পের হবু পুত্রবধূর সঙ্গে নাচলেন রণবীর

উপাচার্য-ভিপির মন গলাতে ঢাবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী মোনাজাত 

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

‘আঁচলে ফল বা পাতা পড়লেই মিলবে সন্তান’

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

রাজধানীতে আজ কোথায় কী

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

১০

 বিশ্বের বৃহত্তম ইসলামিক সংগঠনের নেতার পদত্যাগ দাবি

১১

২৩ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

শুটিংয়ের প্রলোভনে মডেলকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর...

১৪

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

১৫

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৬

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৭

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

১৮

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

১৯

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

২০
X