কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আয়নাঘর পরিদর্শনে সাংবাদিকদের সুযোগ দেবে সরকার’

আয়নাঘরের প্রতীকী। ছবি : সংগৃহীত
আয়নাঘরের প্রতীকী। ছবি : সংগৃহীত

আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের জন্য সাংবাদিকদের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘আয়নাঘরে গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে। বন্দিদের অনেকেই সেখানে (আয়নাঘর) দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য গত নভেম্বরে একটা টাস্কফোর্স করা হয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, নতুন করে ২৫ থেকে ৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।

বিটিভি ও বাসসের সংবাদ নিয়ে প্রশ্নের জবাবে প্রসঙ্গে শফিকুল আলম বলেন, পুরো পৃথিবীতে রাষ্ট্রীয় গণমাধ্যম থাকে, নিউজ এজেন্সি থাকে; এটা ভাইটাল একটা কাজ। স্টেট ব্রডকাস্টের মেইন প্রোগ্রামিং টিভি থাকে, নিউজ টিভি থাকে, ইংলিশ চ্যানেলের টিভি থাকে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনি যদি তুরস্কের দিকে দেখেন, রাশিয়ার দিকে দেখেন, ইন্ডিয়ার দিকে দেখেন, পাকিস্তানের দিকে দেখেন, ইন্দোনেশিয়ার দিকে দেখেন, চায়নার দিকে দেখেন౼এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে। স্টেট ব্রডকাস্টের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে।

গত ৩১ ডিসেম্বর ‘বিটিভি নিউজ’ চালু হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, যদিও পরীক্ষামূলকভাবে, আমাদের ইচ্ছা আছে এটাকে বড় করার। আমরা আশা করি বিটিভি ও বাসস তাদের মেধাকে কাজে লাগিয়ে ভালো ভালো প্রোগ্রাম ও নিউজ প্রেজেন্ট করতে পারবে। তাদের ইক্যুপমেন্টের অভাব, সেই জায়গাও তারা বিষয়গুলো দেখবে। সবাইকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে। সবাই বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেস ফ্রিডম ব্যবহার করতে পারবেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা ব্যাপারে শফিকুল আলম বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। এটা জাতির আকাঙ্ক্ষা ও দায়। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনা হবে। তার আমলের পাপাচারের শেষ নেই।

শফিকুল আলম বলেন, আয়নাঘর বলেন, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, সাইদীর ফাঁসির রায়-পরবর্তী হত্যাকাণ্ডসহ অসংখ্য গুম-খুন; সেই সঙ্গে রাতের ভোটসহ অসংখ্য অপরাধ করেছেন হাসিনা। তার বাবার হত্যাকারীদের যেভাবে বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনা হয়েছিল, তাকেও সেভাবে ফেরাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১০

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১১

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১২

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৩

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৪

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

১৫

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

১৬

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

১৭

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

১৮

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

১৯

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

২০
X