কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আয়নাঘর পরিদর্শনে সাংবাদিকদের সুযোগ দেবে সরকার’

আয়নাঘরের প্রতীকী। ছবি : সংগৃহীত
আয়নাঘরের প্রতীকী। ছবি : সংগৃহীত

আওয়ামী সরকারের আমলের টর্চার সেল হিসেবে পরিচয় পাওয়া ‘আয়নাঘর’ সরেজমিনে পরিদর্শনের জন্য সাংবাদিকদের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘আয়নাঘরে গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে। সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে। বন্দিদের অনেকেই সেখানে (আয়নাঘর) দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য গত নভেম্বরে একটা টাস্কফোর্স করা হয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, নতুন করে ২৫ থেকে ৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। অনেক কাজ করছে পিবিআই। আশা করছি পিবিআই ভালো কিছু করতে পারবে, ওনারা প্রচুর শ্রম দিচ্ছেন।

বিটিভি ও বাসসের সংবাদ নিয়ে প্রশ্নের জবাবে প্রসঙ্গে শফিকুল আলম বলেন, পুরো পৃথিবীতে রাষ্ট্রীয় গণমাধ্যম থাকে, নিউজ এজেন্সি থাকে; এটা ভাইটাল একটা কাজ। স্টেট ব্রডকাস্টের মেইন প্রোগ্রামিং টিভি থাকে, নিউজ টিভি থাকে, ইংলিশ চ্যানেলের টিভি থাকে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনি যদি তুরস্কের দিকে দেখেন, রাশিয়ার দিকে দেখেন, ইন্ডিয়ার দিকে দেখেন, পাকিস্তানের দিকে দেখেন, ইন্দোনেশিয়ার দিকে দেখেন, চায়নার দিকে দেখেন౼এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে। স্টেট ব্রডকাস্টের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে।

গত ৩১ ডিসেম্বর ‘বিটিভি নিউজ’ চালু হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, যদিও পরীক্ষামূলকভাবে, আমাদের ইচ্ছা আছে এটাকে বড় করার। আমরা আশা করি বিটিভি ও বাসস তাদের মেধাকে কাজে লাগিয়ে ভালো ভালো প্রোগ্রাম ও নিউজ প্রেজেন্ট করতে পারবে। তাদের ইক্যুপমেন্টের অভাব, সেই জায়গাও তারা বিষয়গুলো দেখবে। সবাইকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে। সবাই বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেস ফ্রিডম ব্যবহার করতে পারবেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা ব্যাপারে শফিকুল আলম বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। না পারলে পরবর্তী সরকার চেষ্টা করবে। এটা জাতির আকাঙ্ক্ষা ও দায়। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনা হবে। তার আমলের পাপাচারের শেষ নেই।

শফিকুল আলম বলেন, আয়নাঘর বলেন, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, সাইদীর ফাঁসির রায়-পরবর্তী হত্যাকাণ্ডসহ অসংখ্য গুম-খুন; সেই সঙ্গে রাতের ভোটসহ অসংখ্য অপরাধ করেছেন হাসিনা। তার বাবার হত্যাকারীদের যেভাবে বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনা হয়েছিল, তাকেও সেভাবে ফেরাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লের প্রধান উপদেষ্টা 

ভারতে ভুয়া পুলিশের অফিসে আসল পুলিশের হানা

আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনাপ্রধান

ঘরে বসে সহজ পদ্ধতিতে কিডনির পরীক্ষা করতে পারবেন

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

যুবকদের বড় সুখবর দিল সরকার

ফিলিস্তিনিকে স্বীকৃতি / বাড়তি নজর কাড়ছে নিউজিল্যান্ড

মহাসড়ক বন্ধ করে নবীনবরণ অনুষ্ঠান

১০

ওয়ানডেতে রোহিত-কোহলির খেলা নিয়ে যা বললেন গাঙ্গুলি

১১

পল্লবী থানা হেফাজতে জনি হত্যা : দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল

১২

গানের টিজারেই ঝড় তুললেন হৃতিক আর জুনিয়র এনটিআর

১৩

ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াসে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাফল্য 

১৪

মিরপুরে পিচ পরিদর্শনে হেমিং, চোখে পড়ল ‘পুঁই বাগান’

১৫

ত্বকের যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরল বাড়ছে

১৬

তারেক রহমানের নির্দেশে বৃদ্ধ দম্পতিকে সহায়তা

১৭

আরপিও চূড়ান্তে ইসির মুলতবি সভা শুরু

১৮

আপন বোন ও তার প্রেমিককে খুন করল ভাই

১৯

শোয়েবুর হত্যার রহস্য উদ্ঘাটন

২০
X