রাজধানীতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর গোলাপবাগ মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ঢালে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুজ্জামান জানান, খবর পেয়ে গুরুতর আহতাবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় ভাই-বন্ধু নামে একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন