১৮ থেকে ৫০ বছরের বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা-২০২৩ চূড়ান্ত করেছে সরকার। এই সর্বজনীন পেনশন বিধিমালার আওতায় প্রবাস, প্রগতি, সুরক্ষা এবং সমতা নামে চারটি স্কিম রয়েছে। কারা কোন স্কিমের আওতায় পড়বেন, এসব স্কিমে চাঁদার হার কত হবে এবং নির্ধারিত মেয়াদ শেষে মাসে কত টাকা করে পেনশন পাবেন তাও নির্ধারণ করা হয়েছে বিধিমালায়।
গত ১৩ আগস্ট, সর্বজনীন পেনশন বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। বিধিমালা অনুযায়ী, ১৮ বছর বয়সে কেউ কর্মসূচিতে যুক্ত হলে, তিনিই পাবেন সর্বোচ্চ সুবিধা। প্রবাসী বাংলাদেশিরা ‘প্রবাস’ স্কিমের আওতায় মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা জমা দিয়ে পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাস’ স্কিম ছাড়াও বেসরকারি চাকরিজীবীদের জন্য রাখা হয়েছে প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম রাখা হয়েছে অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত নাগরিকদের জন্য আর সমতা স্কিম হচ্ছে নিম্ন আয়ের মানুষের জন্য।
সরকার ঘোষিত চার ধরনের পেনশন কর্মসূচির মধ্যে প্রবাস কর্মসূচিতে ১৮ বছর বয়সী একজন প্রবাসী যদি মাসে ১০ হাজার টাকা করে জমা দেন, তবে ৪২ বছর পর তিনি মাসে পাবেন ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা করে। আবার ১৮ বছর বয়সী বেসরকারি কোনো চাকরিজীবী যদি মাসে ৫ হাজার টাকা করে জমা দেন, তাহলে তিনি ৪২ বছর পর মাসে পাবেন ১ লাখ ৭২ হাজার ৩২৭ টাকা করে। সুরক্ষা কর্মসূচির আওতায়ও ১৮ বছর বয়সীরা কেউ যদি ৫ হাজার টাকা করে মাসে জমা দিয়ে পেনশনে যুক্ত হন, তাহলে ৪২ বছর শেষে তিনিও মাসে ১ লাখ ৭২ হাজার ৩২৭ টাকা করে পাবেন।
তবে নিম্ন আয়ের মানুষের জন্য নির্ধারিত সমতা পেনশন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাসিক চাঁদার অর্ধেক দেবে সরকার। সমতা কর্মসূচিতে একজন অংশগ্রহণকারীকে মাসে দিতে হবে ৫০০ টাকা, এর বিপরীতে সরকার দেবে আরও ৫০০ টাকা। এভাবে কেউ যদি ৪২ বছর ১ হাজার টাকা করে জমা দেন, তাহলে মেয়াদ শেষে তিনি মাসে পেনশন পাবেন ৩৪ হাজার ৪৬৫ টাকা করে।
বিধিমালায় বলা হয়েছে, পেনশনের চাঁদা জমা দিতে হবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসাবে। আর জমা দেওয়া যাবে অনলাইন ব্যাংক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান এবং তপশিলি ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে।
আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করবেন। গণভবন; গোপালগঞ্জ, বাগেরহাট ও রংপুর জেলা এবং সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস প্রান্ত থেকে এ স্কিমের উদ্বোধনের প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ।
মন্তব্য করুন