জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ সদস্যদের আত্মার শান্তি কামনায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির পক্ষ থেকে গণভোজের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে এই গণভোজের আয়োজন করা হয়। এ সময় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, যুবলীগের সদস্য জসীম উদ্দিন ভুইয়া, বন ও পরিবেশ উপকমিটির নেতা হেমায়েত উদ্দিন, মঞ্জুর রহমান, উৎপল সাহা, গোলাম শাহরিয়া, মিজানুর রহমান রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালমান হোসেন প্রমুখ।
মন্তব্য করুন