কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
বাপার সংবাদ সম্মেলন

‘পরিবেশ রক্ষায় প্রতিবন্ধক আমলারা, বন্ধু হচ্ছে জনগণ’

বাপার সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বাপার সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সরকারের ভুল নীতির সমালোচনা করে এবং সঠিক নীতি গ্রহণ ও বাস্তবায়নে সহায়তা করে থাকে। পরিবেশ রক্ষা সরকারের একার পক্ষে সম্ভব নয়। জনগণের সহায়তা নিয়ে এগিয়ে যেতে হয়। কিন্তু সরকারের ভেতরে সরকার হচ্ছে আমলাতন্ত্র। স্থানীয় লোকজন কিছু প্রতিবন্ধকতা তৈরি করে। পরিবেশ রক্ষায় আইন তৈরি ও প্রতিবন্ধকতায় আমলারাই বড় বাধা। গত ২৫ বছর ধরে পরিবেশ রক্ষার আন্দোলনে বাপা আমলাদের শত্রু হিসেবে পেয়েছে, আর বন্ধু হিসেবে পেয়েছে জনগণকে।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাপা নেতারা এসব মন্তব্য করেন।

সংগঠনের ২৫ বছরপূর্তি উপলক্ষে আগামী ১৭-১৮ জানুয়ারি ঢাকায় দু’দিনব্যাপী অনুষ্ঠেয় সম্মেলনের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়মে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় ওই সম্মেলন উদ্বোধন করবেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। সম্মেলনে দেশের রাজনীতিবদসহ সব পর্যায়ের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে পরিবেশ রক্ষার জন্য সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, পরিবেশ রক্ষা আন্দোলন সহজ নয়। বাপাকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয়। জনগণের সহায়তায় রাজপথে কালো ধোঁয়ার গাড়ি চলাচল বন্ধ, পলিথিন ব্যাগ বন্ধে আইন প্রণয়ন করা, নদ-নদী রক্ষায় নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১২টি কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে বাপা’র সহসভাপতি নজরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নদ-নদী রক্ষার জন্য আমরা যা চেয়েছি, তা হয়নি। যাতায়াত ব্যবস্থার পরিবর্তন করতে পারিনি। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রেও আমাদের উল্লেখযোগ্য সফলতা নেই। তবে বাপার আগামী পথচলায় আমরা সরকারের সহায়তা ও জনগণকে সঙ্গে নিয়ে সফলতা অর্জনের প্রত্যাশা করছি।

তিনি বলেন, আশির দশক থেকে ঢাকায় অস্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়তে থাকে। নানাবিধ পরিবেশ দূষণের কারণে এই তাপমাত্রা বেড়েছে। বর্তমানে এখানে তাপমাত্রা বেড়ে ‘হিটলারের গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাপা একটি সেচ্ছাসেবক সংগঠন। আজ থেকে ২৫ বছর আগে সকল শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) গঠিত হয়েছিল। এখানে কোনো দাতাগোষ্ঠীর কাজ থেকে সহায়তা নেওয়া হয় না। স্বঅর্থায়ন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবং স্বদেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের যৌথ উদ্যোগে গঠিত বাপা একটি অন্যন্য সংগঠন। বাপা পরিবেশ সমস্যার সমাধানে জ্ঞান এবং সামাজিক সক্রিয়তার সম্মিলনের উপর জোর দেয়। বাপা দলীয় রাজনীতি পরিহার করে, কিন্তু পরিবেশ সমস্যার সমাধানে সকল রাজনৈতিক দলকে উৎসাহিত করে।

সংবাদ সম্মেলনে সম্মেলনের বিষয়ে বলা হয়, সম্মেলনে বাপার ২৫ বছরের কর্মকান্ডের পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যত লক্ষ্য ও কর্মসূচি গ্রহণ করা হবে। সংগঠনের কর্মকাণ্ড মূলত দুই ধারায় অগ্রসর হয়েছে। একটি হলো- পরিবেশ সমস্যা নিয়ে গবেষণা ও সুপারিশ প্রণয়ন। অন্যটি হচ্ছে- আন্দোলন, যার মাধ্যমে বিভিন্ন সুপারিশ গৃহীত ও বাস্তবায়িত হয়।

সংবাদ সম্মেলনে বাপা সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি নজরুল ইসলাম, বৈশ্বিক সমন্বয়ক ড. খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মিহির বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সাজেক থেকে ক্যাম্পাসে ফেরা হলো না খুবি ছাত্রীর

ভূমধ্যসাগরে নিখোঁজ ৩৮ বাংলাদেশির সন্ধান মিলেছে

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

‘ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান পাইলট মুনতাসির’

শাহীনের অলরাউন্ড পারফরম্যান্সে সুপার ফোরে পাকিস্তান

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

এশিয়া কাপে পাকিস্তান ওপেনারের লজ্জার রেকর্ড

চট্টগ্রামে আ.লীগ কর্মীদের বাসা ভাড়া না দিতে মাইকিং

১০

ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু

১১

বনানীতে দুই শিসা বারে ডিএনসির অভিযান

১২

বয়কটের হুমকি দিয়েও না করার কারণ জানালেন পিসিবি প্রধান

১৩

কর্মচারী দিয়ে ক্লাস-পরীক্ষা পরিচালনার অভিযোগ

১৪

শাহীন ঝড়ে বাঁচা-মরার ম্যাচে লড়াকু সংগ্রহ পাকিস্তানের

১৫

‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৬

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতের রাজনীতি মঙ্গলজনক হবে না: নীরব

১৭

চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সমালোচনার কারণ কী?

১৮

রাকসু নির্বাচন / ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ ৭ দফা দাবি ছাত্রশিবিরের

১৯

দীর্ঘ ৬ বছর পর বুটেক্সে ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

২০
X