কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাঁওতালদের জমি দখল ও অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির দাবি

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের জমি দখল ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনগুলো।

সংবাদ সম্মেলনের আয়োজন করে মানবাধিকার সংগঠন এএলআরডি, ব্লাস্ট, বাংলাদেশে আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশন, জাতীয় আদিবাসী পরিষদ, নিজেরা করি, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি ঐক্য পরিষদ, পিইউপি, রোপ, স্বপ্ন, পেইস্ট, ছিন্নমূল, পল্লী উন্নয়ন অগ্রগতি, নিত্যবিকাশ কেন্দ্র ও তরনী।

এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) প্রোগ্রাম ম্যানেজার রফিক আহমেদ সিরাজী।

তিনি বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় চলতি বছরের ৩ জানুয়ারি সকাল ১০টার দিকে আদিবাসীদের ভোগ-দখলীয় জমিতে ইউনিয়নটির চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার লোকেরা মাটি ভরাট করতে শুরু করলে কয়েকজন যুবক তাতে বাধা দেন। তখন চেয়ারম্যান ও তার লোকজন সাঁওতাল সম্প্রদায়ের নেকোলাস মুর্মুর নামে এক যুবককে মারধর করেন। খবর পেয়ে ব্রিটিশ সরেন নামের আরেক যুবক প্রতিবাদ করলে চেয়ারম্যান তাকেও লাঠি দিয়ে মারধর করার হুমকি দেন। এ সময় সরেনের মা ফিলোমিনা হাঁসদা চেয়ারম্যানের লাঠি আটকাতে গেলে তাকেও মারধর করে মাটিতে ফেলে দেন। বর্তমানে তিনি বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, এ ঘটনার জেরে ওই দিনই রাত ১১টার দিকে ব্রিটিশ সরেনের বাড়িতে চেয়ারম্যানের লোকজন আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মাটির ঘরের আসবাবপত্র, কাপড় ও টিনের চাল পুড়ে যায়। এই ঘটনাকে সামনে রেখে ঢাকা, বগুড়া ও গাইবান্ধার ১৭টি ভূমি অধিকার ও মানবাধিকার সংগঠন সরেজমিনে তথ্য অনুসন্ধান করেছে। প্রতিনিধি দল ভুক্তভোগী, স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে রফিক আহমেদ সিরাজী বলেন, প্রতিনিধি দল ভুক্তভোগী সরেনের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এই জমি সাঁওতালদের। জমিটি নিয়ে প্রতিপক্ষ কেরু মণ্ডলের সঙ্গে সরেনদের পূর্ব পুরুষদের একটি মামলা হয়, আদালত ১৯৮০ সালে সাঁওতালদের পক্ষে রায়ও দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষ তাদেরকে তাদের ন্যয্য জমি ভোগ করতে দেয়নি।

তিনি বলেন, ওই জমি কেরু মন্ডলের ছেলে হবিবুর মন্ডল রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে জমিটি অবৈধভাবে বিক্রি করে দেন। সেই অবৈধ কাগজের বলে চেয়ারম্যান এ জমির মালিক দাবি করে আসছেন। যার আদতে কোনো ভিত্তি নেই। চেয়ারম্যান স্থানীয় বিএনপির প্রভাশালী নেতা ছিলেন। তাকে ৫ জানুয়ারি দল থেকে বহিষ্কার করে বিএনপি।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, যারা সাঁওতালদের এই জমি অবৈধভাবে দখল এবং বাড়ীতে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ সময় উপস্থিত ছিলেন- এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, ব্লাস্টের আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, বারসিকের পরিচালক পাভেল পার্থ, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিরণ মিত্র চাকমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ মাদ্রাসা শিক্ষার্থীর 

জম্মু–কাশ্মীরে থানায় শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭

ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে গাজী গ্রুপ

১৫ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজধানীতে আজ কোথায় কী

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর নির্বাচন করব কল্পনাও করিনি : বাবর

আল্লাহর করুণা আমরা আ. লীগ থেকে দুজনই বহিষ্কার হয়েছি : লতিফ সিদ্দিকী

বগুড়ায় অস্ত্র ও হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১০

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শ্রাবণের মতবিনিময়

১১

যশোর-৫ / মিন্টুকে বরণ করে নিলেন মতুয়া সম্প্রদায় হাজারো নারী-পুরুষ

১২

‘জামায়াতের বিরুদ্ধে বেহেস্তের টিকিট বিক্রির অপবাদ উদ্দেশ্যপ্রণোদিত’

১৩

ঐক্যে যাতে ফাটল না ধরে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে : সাকি

১৪

পাওনা টাকা চাওয়ায় মোবাইল ব্যবসায়ীকে খুন, গ্রেপ্তার ১

১৫

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ

১৬

শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত কর্মীর মৃত্যু

১৭

৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের সিরিজ জয়

১৮

আইওজেএইচের পুরস্কার প্রত্যাহার করল ডিজিটাল মিডিয়া ফোরাম

১৯

আঙ্গোলায় অদ্ভুত প্রীতি ম্যাচে গোল–অ্যাসিস্টে আলো ছড়ালেন মেসি

২০
X