কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গরম বাড়বে কবে জানাল আবহাওয়া অফিস

গরমে মুখে পানি দিচ্ছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
গরমে মুখে পানি দিচ্ছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আগামী দুদিন দিন ও রাতের তাপমাত্রা কমলেও শনিবার (৮ মার্চ) থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার (৭ মার্চ) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নতুন তথ্য নেই বৃষ্টিপাতের। শনিবার দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। শুক্র ও শনিবার আকাশ থাকবে মেঘলা আর আবহাওয়া থাকতে পারে শুষ্ক। বর্ধিত পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, শনিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। এ সময় প্রচণ্ড খরতাপে জনজীবনে এর প্রভাব পড়তে পারে। পানিবাহিত রোগ বাড়তে পারে। মাসের প্রথমার্ধে বৃষ্টির সম্ভাবনা কম। মার্চের শেষে বৃষ্টি হতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে দেশের ওপরে কোনো প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (৬ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে। এই সময়ে কক্সবাজার, খুলনা, পটুয়াখালীসহ দেশের অন্তত ১০ জেলার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে। কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গ্রীষ্ম শুরু না হতেই তাপমাত্রার এই পরিস্থিতি জনজীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরাও। এবার দেশে শীত তেমন পড়েনি। ডিসেম্বর ও জানুয়ারি মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর সদ্য বিদায়ী ফেব্রুয়ারিতে তাপমাত্রা বেশি ছিল ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেখা যাচ্ছে, ফেব্রুয়ারিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে তাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছে, মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ৯ মার্চের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে। আর এটা অব্যাহত থাকবে। শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবার ইঙ্গিত দিচ্ছে, গরম অনেকটাই পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিতে হেরে বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ

কোপেনহেগেনে ফুসফুস স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশি ২ বিশেষজ্ঞ

আগুনে পুড়ে ছাই আড়াই হাজার মুরগির বাচ্চা

কলেজে শিক্ষার্থীদের টিকটক ভিডিও, মোবাইল নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

তাইওয়ান ইস্যুতে জাপানের বক্তব্য, পাল্টা অবস্থান চীনের

পানি কি সত্যিই ত্বক উজ্জ্বল করে

তিশার বিরুদ্ধে ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগ

ভূমিকম্প / বুয়েট বিশেষজ্ঞের সমন্বয়ে ঢাবিতে হল পরিদর্শন শুরু

কংক্রিট নির্ভর উন্নয়ন ঢাকাকে অনিরাপদ করেছে : পরিবেশ উপদেষ্টা

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুপালি বরখাস্ত, এলাকায় মিষ্টি বিতরণ

১০

মহাসড়কের পাশে মিলল কাপড়ে মোড়ানো নবজাতক 

১১

ইউআইইউতে ভূমিকম্পের ঝুঁকি এবং নিরসন বিষয়ক সেমিনার

১২

বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য

১৩

বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি দিদারুল

১৪

র‌্যাবের হাতে গ্রেপ্তার অপহরণ মামলার আসামি সম্রাট

১৫

স্মার্টফোন যেভাবে ভূমিকম্প শনাক্ত করে

১৬

ছাত্রদলের ১ ইউনিটের কমিটি স্থগিত

১৭

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নেবে ১ হাজার ১৫২ জন

১৮

এরিয়া সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স

১৯

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

২০
X