শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নারী দিবসে ‘প্রবীণ নারীর জন্য ভালোবাসা’

রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তির কমিউনিটি রিসোর্স সেন্টারে উপহারসামগ্রী বিতরণ অনুুষ্ঠান। ছবি : কালবেলা
রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তির কমিউনিটি রিসোর্স সেন্টারে উপহারসামগ্রী বিতরণ অনুুষ্ঠান। ছবি : কালবেলা

সমাজে আলাদা করে প্রবীণদের নিয়ে চিন্তাভাবনা কিংবা কাজ তেমন হয় না বললেই চলে। প্রবীণরা বরাবরই উপেক্ষিত থেকে যান। সমাজের পিছিয়ে পড়া অংশে এই উপেক্ষা আর বঞ্চনার হার আরও বেশি। এমন পরিস্থিতিতে ‘প্রবীণ নারীর জন্য ভালোবাসা’ স্লোগান সামনে রেখে বস্তিতে বসবাসরত প্রবীণদের উপহারসামগ্রী দিয়েছেন সমাজের একদল সামর্থ্যবান প্রবীণ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর কল্যাণপুর পোড়াবস্তির কমিউনিটি রিসোর্স সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যৌথভাবে এর আয়োজন করে জনউদ্যোগ, এজিং সাপোর্ট ফোরাম ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইইডি)। অনুষ্ঠানে পোড়াবস্তির ১০০ জন প্রবীণ বাসিন্দার মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন জনউদ্যোগের আহ্বায়ক ডা. মুশতাক হোসেন, আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান, জ্যেষ্ঠ সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, সমন্বয়কারী সঞ্চিতা তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জীবন কানাই দাস, এজিং সাপোর্ট ফোরামের সভাপতি হাসান আলী, প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম ও পুষ্টিবিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি রেবেকা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধন করে প্রধান অতিথি তাসমিমা হোসেন বলেন, প্রবীণদের নিয়ে কেউ কাজ করতে চায় না। বিশেষ করে প্রবীণ নারীদের পাশে কেউ থাকতে চায় না। জীবনের একটা পর্যায়ে তারা সমাজে অবহেলিত থাকে। আজ তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত বোধ করছি।

নুমান আহম্মদ খান বলেন, মানুষে মানুষে ভেদাভেদ দূর করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছি আমরা। প্রবীণদের পাশে প্রবীণরাই আজ এগিয়ে এসেছেন। আজকের আয়োজন আরও অনেককে অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী।

হাসান আলী বলেন, আমাদের ফোরাম দীর্ঘদিন যাবত প্রবীণদের নিয়ে কাজ করে। সব সময় প্রবীণদের সহযোগিতা করে আসছে। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে ‘প্রবীণ নারীর জন্য ভালোবাসা’ স্লোগানে বস্তিতে বসবাসরত নিম্ন আয়ের মানুষের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।

প্রবীণদের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্ববোধ তৈরির বার্তা দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ দীর্ঘদিন ধরে এ ধরনের সচেতনতা তৈরিতে কাজ করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১০

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১১

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১২

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

১৪

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

১৫

ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি আমরা : ভারতীয় সেনাপ্রধান

১৬

১৬ মাসের শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

১৭

আসন বণ্টন শেষে ইসলামী আন্দোলন নিয়ে যা বললেন জামায়াত আমির

১৮

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৯

১১ দলীয় জোটের আসন বণ্টন, ইসলামী আন্দোলন নিয়ে যে সিদ্ধান্ত

২০
X