কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে পশ্চিমা রাজনীতি বয়কটের আহ্বান হেযবুত তাওহীদের 

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে করেছেন হেযবুত তাওহীদ। ছবি : কালবেলা
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে করেছেন হেযবুত তাওহীদ। ছবি : কালবেলা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যা ও সামরিক আগ্রাসন বন্ধের প্রতিবাদে পশ্চিমাদের আইনকানুন বয়কট করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইসরায়েল ও ইসরায়েলি মদদপুষ্ট পণ্যের পাশাপাশি পশ্চিমাদের হানাহানি রাজনীতিও বয়কট করার আহ্বান জানিয়েছে হেযবুত তাওহীদ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন আহ্বান জানায় সংগঠনটি।

মানববন্ধনে হেযবুত তাওহীদের ঢাকা মহানগর সভাপতি মাহবুব আলম মাহফুজ বলেন, ফিলিস্তিনে বোমা হামলায় ছোট ছোট বাচ্চাদের হত্যা করা হচ্ছে। এই হামলার প্রতিবাদে সারাবিশ্বের প্রতিবাদ করা হচ্ছে। গত ৭০ বছর ধরে ইসরায়েলের এই তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদকে ইসরায়েল কোনো গ্রাহ্য করছে না। গত এক বছরে ইসরায়েল প্রায় এক লক্ষ মানুষ হত্যা করেছে। আজকে মুসলমান জাতি হাজার হাজার ভাগে বিভক্ত হয়ে নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোও নিজেদের গদি রক্ষায় ব্যস্ত। পৃথিবীতে ৫৫টি মুসলিম রাষ্ট্র তারা কেন ঐক্যবদ্ধ হতে পারছে না এমন প্রশ্নও তোলেন হেযবুত তাওহীদের এই নেতা।

সমাবেশে বক্তারা বলেন, এক আল্লাহ, এক রাসুলের অনুসারীদের একজন নেতার অধীনে ঐক্যবদ্ধ্য হতে হবে। একজন নেতার নেতৃত্বে সারা জাতিকে পরিচালিত হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হই তবে আল্লাহর সাহায্য পাব।

সাংবাদিক মোখলেছুর রহমান সুমন ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, ফিলিস্তিনিদের ওপর হত্যা করার নির্দেশনা আপনারা কোথায় পেয়েছেন? আমাদের দেখাবেন সেটা। সময় ইহুদিদের ওপর ক্রুসেডারদের নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন বক্তারা। যতবার খ্রিস্ট শক্তির কবল থেকে ফিলিস্তিন মুক্ত হয়েছে ততবার ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে সক্ষম হয়েছে। এখন খ্রিস্টান শক্তির আতাতে তার বদলা নিচ্ছে ইসরায়েল।

নারীবিষয়ক সম্পাদক রুবায়দা পন্নি বলেন, আমরা কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। ইসলাম আমাকে উগ্রবাদের শিক্ষা দেয় নাই, বরং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার অনুপ্রেরণা ইসলাম থেকে পেয়েছি। আমাদের উদ্দেশ্য একটাই ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, আল্লাহর একজন বান্দা হিসেবে আজ এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়েছি।

বক্তারা বলেন, আজকে ফিলিস্তিনি যে ভয়াবহ হত্যাকাণ্ড চলছে তার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। প্রতিটি মানুষ আজ অন্তর্ন্দ্বন্দ্বে ভুগছে কী করবে কী করবে না। এ দৃশ্য সহ্য করা যায় না। এই দানবীয় শক্তির সামনে মানবতা অসহায়। এই শক্তিকে চিনতে হবে, না চিনলে এই শক্তিকে প্রতিরোধ করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় শিশু হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে অগ্নিসংযোগ

শিশু মিমের চিকিৎসার দায়িত্ব নিলেন শিমুল বিশ্বাস

পুয়ের্তো রিকো ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি

রাবিতে ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

খাওয়ার পর বসে থাকার অভ্যাস ধূমপানের মতোই বিপজ্জনক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা

১০

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

১১

‘পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের’

১২

দু-তিন দিন ধরে ফ্ল্যাট বন্ধ, পুলিশ এসে উদ্ধার করল পাঁচটি মৃতদেহ

১৩

‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’

১৪

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

১৫

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে না তো!

১৬

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৭

বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মসূচি দিলেন শিক্ষকরা

১৮

পিআর নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে : মির্জা ফখরুল 

১৯

চাকসুতে চার্লি চ্যাপলিন হয়ে ভোট চাচ্ছেন রাকিব

২০
X